আজ শুরু হলো বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিফ্রেশার প্রশিক্ষন।

১১সেপ্টেম্বর,  আদাবর,  ঢাকা :

শিমুল আহমেদ তরঙ্গ : আজ থেকে শুরু হলো এনসিটিএফ বিভাগীয় প্রতিনিধিদের আইসিটি এন্ড ডকুমেন্টেশন রিেফ্রশার প্রশিক্ষন। মনসুরাবাদ SPED-RRTC প্রশিক্ষন কেন্দ্র ২ দিন ব্যাপি এই প্রশিক্ষনের আয়োজন করে ম্যাসলাইন মিডিয়া সেন্টার ( এম এম সি)  ; প্ল্যান বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং সেভ দ্য চিলড্রেন। সাতটি বিভাগের বিগত আইসিটি এন্ড ডকুমেন্টেশন প্রশিক্ষনের বাছাইকৃত ১৪ জন অংশগ্রহণকারীদের  এডভান্স প্রশিক্ষনের জন্য আয়োজন করা হয়।
সকাল ৯:০০ টায় ম্যাসলাইন এমএমসি এর প্রকল্প সমন্নয়কারী  মৃন্ময় মহাজন , এমএমসি এর প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী এবং সেভ দ্য চিলড্রেন এর আইসিটি, মিডিয়া ও ললেজ ম্যানেজমেন্টের ম্যানেজার শারমিন আফরোজা  অংশগ্রহণকারীদের  পরিচয় পর্বের মাধ্যমে প্রশিক্ষনের সূচনা করেন।

এরপর প্রধান প্রশিক্ষক ‘ সাদমান সাকিব সর্ব ‘ প্রশিক্ষনের মূল পর্ব শুরু করেন।  প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের ওয়েবসাইট , ওয়েবপেজ এর উপর আলোচনা করা হয় । এরপর এনসিটিএফ ওয়েবসাইট (www.nctfbd.org)  এর ম্যানেজমেন্ট এর উপর আলোচনা করা হয় । আজকে প্রশিক্ষনের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল সন্ধ্যায় প্রশিক্ষন শেষ হবে।