খুলনা বিভাগীয় পর্যায়ে শিশু সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
সাজিদ : গত ১৬-১৭ তারিখে খুলনার কারিতাসে অনুষ্ঠিত হয়ে গেল শিশু সাংবাদিক প্রশিক্ষণ। খুলনার বিভাগের ১০ টি জেলা থেকে দুইজন করে মোট বিশ জন ক্ষুদে শিশু সাংবাদিক উপস্থিত হয়। উপস্থিত শিশু সাংবাদিকগণ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সে (এন.সি.টি.এফ) এর নির্বাচিত শিশুসাংবাদিক। গণমাধ্যম সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এম.এম.সি ) আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রথম দিন এখানে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম শাহিদ হোসেন। এ সময় তিনি সাংবাদিক তার বিভিন্ননীতিমালা সম্পর্কে আলোচনা করেন। দ্বিতীয় দিন উপস্থিত ছিল খুলনার প্রেস ক্লাবের সধারন সম্পাদক এস.এম. জাহিদহোসেন । তিনি অনুসন্ধান রিপোর্টসম্পর্কে বিভিন্ন তথ্য জানায়। এম.এম.সি প্রকল্প কর্মকর্তা মাহাদির ব্যবস্থাপনায় এবং প্রকল্প সমন্বয় কারি আমিনা ফেরদৌস মুনির সার্বিক তত্ত্বাবধানে সহায়ক হিসেবে উপস্তিত ছিলেন এমএমসির সেচ্ছাসেবক উম্মে হাবিবা বর্ষা এবং সেভদ্যচিলড্রেন এর যুব সেচ্ছা সেবক মৃদুল। দুই দিন ব্যাপি আবাসিক প্রশিক্ষণে ১০জন মেয়ে ও ১০জন ছেলে অংশ গ্রহণ করে। এ প্রশিক্ষণ শিশু সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের শিশু পরিস্থিতি সুষ্ঠুভাবে গণমাধ্যমে তুলে ধরতে সহায়তা করবে।