শিশুদেরকে দেয়া কথা রেখেছেন স্পিকার !
মো: সোহানুর রহমান, ঝালকাঠি: বাংলাদেশ শিশু সংসদের অধিবেশন শেষে শিশুরা জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমীন চৌধুরীর কাছে অটোগ্রাফ চাইলে তিনি সবার বাড়ির ঠিকানায় পাঠাবেন বলে কথা দেন। তিনি বাংলাদেশ শিশু সংসদের ১৫৪ জন সদস্যকে অটোগ্রাফসহ শুভেচ্ছাপত্র পাঠিয়ে শিশুদেরকে দেয়া কথা রেখেছেন। ৭ মে শিশু সংসদ অধিবেশনের উদ্ধোধনী পর্বে তিনি সবাইকে পরের দিনে সংসদ ভবনের দক্ষিন প্লাজায় ছবি তোলার আমন্ত্রণ জানান। ৮ মে বিকেলে ছবি তোলার এক পর্যায়ে এক সদস্য তার অটোগ্রাফ চাইলে তিনি অটোগ্রাফ দেন। এরপর সবাই তার কাছে অটোগ্রাফ চাইলে তিনি সময়ের অভাবে দিতে পারেননি। তবে সবাইকে তার স্বাক্ষরিত শুভেচ্ছা পত্র পাঠাবেন বলে কথা দেন এবং সংসদ সচিবালয়কে এ ব্যাপারে নির্দেশনা দেন| স্পিকারের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস সাদরুল আহমেদ খান বলেন,” স্পিকার ভারত সফরের আগেই শুভেচ্ছা পত্রে স্বাক্ষর করেন। যা এ সপ্তাহের মধ্যে ১৫৪ জন শিশু সংসদ সদস্যের কাছে মেইল ও ডাকযোগে পৌঁছে যাবে|” স্পিকার শিশু সংসদে অংশ নেয়া শিশুদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শিশু সংসদ থেকে পাওয়া শিক্ষা জীবনে কাজে লাগাতে বলেন।