শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ডিনেট, সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের সহযোিগতায় “ডিজিটাল ফিউচার ফর চাইল্ড রাইটস্ গভর্নেন্স ফেজ টু” নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের লক্ষ হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের শিশু অধিকার আন্দোলনকে শক্তিশালী করা এবং শিশুদের সমস্যা সমাধানে শিশুদের তথ্যে প্রবেশাধিকার বৃদ্ধি করা। বাংলাদেশের শিশু অধিকার আন্দোলনকে সহায়তায় করার জন্য এই প্রকল্পের আওতায় শিশুদের জন্য তৈরী করা হয়েছে এনসিটিএফকন্ঠ নামে একটি ভার্চুয়াল জগৎ। যেখান শিশুরা জানাতে পারবে তাদের মনের কথা, সেই সাথে জানতে পারবে তাদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন তথ্য। হাতে আঁকা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারবে নিজেদেরকে। এই প্রকল্পের আ্ওতায় শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকা জেলা শাখার সহায়তায় একটি চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল গত ২৯ আগষ্ট ২০১৪ তারিখে সকাল ৯ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকা জেলা শাখা অফিস, মিরপুর-১১, ঢাকায়। এই চিত্রাংকন প্রতিযোগিতা বাংলাদেশ শিশু একেিডমীর ঢাকা জেলা শাখার শিশুরা সহ ঢাকা শহরের বিভিন্ন স্কুলের শিশুরা অংশগ্রহন করেন। চিত্রাংকন প্রতিযোগিতা কাগজ, পেন্সিল জাতীয় উপকরনগুলোও শিশুদের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশুদের তিনটি বিভাগে ১৫ জন শিশুকে পুরস্কার বিতরণ করা হয়। এই চিত্রাংকন প্রতিযোগিতা অংশগ্রহনকারী সব শিশুর ছবিই পরবর্তীতে এনসিটিএফকন্ঠ ডট অর্গ (www.nctfkontho.org) ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শিশুদের অভিভাবকগণ, বাংলাদেশ শিশু একাডেমির প্রতিনিধিবৃন্দ, এনসিটিএফ সদস্য সহ সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশ এবং ডিনেটের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ