পল্লবীতে বাল্য বিবাহ রোধ করল এনসিটিএফ !!!

 

 

10707972_1467252936849563_7866396yyyyyyyy91_nপল্লবীতে বাল্য বিবাহ রোধ করল এনসিটিএফ । আজ ২০ সেপ্টেম্বর ২০১৪ শনিবার রাত ৮টায় রাজধানীর পল্লবীতে ১২ নং সেকশনের সি ব্লক এলাকায় স্থানীয় এমডিসি মডেল ইন্সটিউটে ৭ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী রুনার (বয়স ১২) জোর পূর্বক বিবাহ দেয়ার আয়োজন করা হয়। বাল্যবিবাহটির গোপন তথ্য পেয়ে ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্কফোরস (এনসিটিএফ) ঢাকা জেলা কমিটির একটি প্রতিনিধি দল মেয়েটির বাসায় ছুটে যায়। তারা প্রথমেই রুনার অভিভাবকের সাথে কথা বলে বাল্যবিবাহের কুফল এবং এতো অল্প বয়েসে মেয়েকে বিয়ে না দেয়ার অনুরোধ করে কিন্তু তারা তা মানতে নারাজ হলে পল্লবী থানার পুলিশ প্রশাসনের সহোযোগিতায় তাদেরকে মেয়ের বিবাহ দান থেকে রোধ করে।

সন্ধায় বিবাহটির তথ্য প্রাপ্তির পর এনসিটিএফ ঢাকাজেলার সভাপতি রীমা,সহ-সভাপতি প্রিয়া, শিশু সাংবাদিক রমজান, চাইল্ড পার্লামেন্ট সদস্য জাহিদ, সাধারন সদস্য মার্ক এবং উপদেষ্টা রুমন ও সাইকা সবাই ফোনালাপের মাধ্যমে একত্রিত হয়ে বাল্যবিবাহটি রোধ করার অভিযানটি চালায়। ঘটনাস্থলে বর পক্ষের উপহার সামগ্রী পাওয়া গেলেও তারা খবর অভিজানের খবর পেয়ে ঘটনাস্থল খুব দ্রুত ত্যাগ করে এবং ফোন বন্ধ থাকায় তাদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করাও সম্ভব হয়নি। এই বিষয়ে পল্লবী থানার সাব ইন্সপেক্টর শাহিন একটি সাধারন ডায়েরি করেন এবং এনসিটিএফ ঢাকাজেলার প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন পুলিশ প্রশাসন বাল্যবিবাহটি রোধে সার্বিক সহযোগিতা করবেন। স্থানীয় এক বাসিন্দা মাসুদ বলেন- “বাল্যবিবাহ রোধে এনসিটিএফ এর সাহসী অভিযান দেখে আমি শিখলাম যে এই দায়িত্ব আমাদেরই ছিলো যা আজকে তোমরা করলে। আমি তোমাদের মঙ্গল কামনা করি এবং ভবিষ্যতে নিজ দায়িত্ব থেকে এ ধরনের কর্তব্য পালন করব।” এনসিটিএফ এর অভিযানে বাল্যবিবাহের স্বীকার হতে যাওয়া রুনা খুশি প্রকাশ করে এবং এনসিটিএফ এর বন্ধুদের ধন্যবাদ জানায়।