রাজশাহীতে শিশুদের অধিকার বিষয়ক জবাবদিহিতা অধিবেশন অনুষ্ঠিত
এনসিটিএফ এর উদ্যেগে জেলা প্রশাসন রাজশাহী,বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহী,সেভ দ্য চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় গত ২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ৩.০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশুদের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব এস এম তুহিনুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজশাহী, জনাব মোঃ জনাব আলমগীর কবীর পুলিশ সুপার, রাজশাহী। জেলা শিক্ষা অফিসার জনাব খো: রুহুল আমিন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রতিনিধি জনাব ফারুক আলম খান। উক্ত অনুষ্ঠানে শিশুরা তাদের বিভিন্ন যোক্তিক দাবিগুলো তুলে ধরে প্রশাসন ও সুশিল সমাজের সামনে। বিশেষ করে রাজনীতে শিশুদের ব্যবহার বন্ধ, সারা বাংলাদেশ এই বাল্য বিবাহ বন্ধের লক্ষ্যে কি করনীয়, মাদকের নামকতা রোধে কি করনীয় , শিশুদের নিরাপত্তা, শিশুদের উপরে নির্যাতন সকল বিষয়ে প্রশ্ন উত্তর পর্বনিয়ে সাজানো হয় শিশুদের মুখোমুখি। উপস্থিত অতিথিদের উত্তরে এবং সুশীল সমাজের সম্পূরক প্রশ্নে অনুষ্ঠানটি অনেক প্রাণবন্ত হয়ে ওঠে এবং অতিথিদের উত্তর ছির শিশুদের জন্য সন্তোষজনক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোশাররফ হোসেন প্রধান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, রাজশাহী। জনাব তুহিন খান, সভাপতি এন সি টি এফ, রাজশাহী,সুখেন কুমার মূখার্জীু-সভাপতি শিশু বন্ধু কমিটি, রাজশাহী,মোসা রহিমা বেগম-জাতিয় পুরুষ্কার প্রাপ্ত জয়িতা ও সদস্য শিশু বন্ধু কমিটি, রাজশাহী, আজমল হুদা মিঠু শিক্ষক, রাজশাহী বিম্ববিদ্যালয়। এছাড়া সরকারী বিভিন্ন কর্মকর্তা এবং সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্পীকারের দায়িত্ব পালন করেন আসমা ইসলাম ও আসিফ মাহমুদ ইমন এনসিটিএফ, রাজশাহী। সার্বিক সহযোগিতা করেন রাসেল আহমেদ।