সদর হসপাতাল পরিদর্শনে পিরোজপুর জেলা এনসিটিএফ।
৫-১১-১৪ইং রোজ বুধবার সকাল ১১ টায় পিরোজপুর সদর হাসপাতাল পরিদর্শনে যায় এন.সি.টি.এফ এর একটি টিম। পরিদর্শন কর্মসূচীতে ছিলো এন.সি.টি.এফ এর সাধারন সম্পাদক নাবিল খান,মাহবুবা গাজী,অহনা আশা,প্রিয়তা মন্ডল,আনিকা ও সিফাত। এবং সার্বিক তত্বাবধানে ছিলো এন.সি.টি.এফ পিরোজপুর জেলা শাখার ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার অনন্যা। হাসপাতাল এর শিশু ওয়ার্ড টি আমরা এক ঘন্টার ও বেশি সময় ধরে ঘুরে দেখি। শিশু ওয়ার্ড এ বেশিরভাগ শিশুর বয়স ই ৪ বছর এর নিচে। কয়েকজন শিশু ছিলো ৪-৫ মাস বয়সের। তাদের মায়েদের সাথে কথা বলে আমরা শিশুদের তথা হাসপাতাল কতৃপক্ষ ব্যাপারে জানতে চেয়েছি।এবং প্রায় সকল মতামত আমরা অনুকূলে পেয়েছি। হাসপাতাল এর পরিবেশ,খাদ্য সরবারহ সব ই অনুকূলে রয়েছে। যেটুকু সামান্য অভিযোগ আম রা পেয়েছি তা ছিলো ঔষধ সরবারহ নিয়ে।
শিশু বিভাগের ডাক্তার আবুল কালাম আজাদ অনুপস্থিত থাকায় আম রা কথা বলেছি হাসপাতাল এর আবাসিক ইনচার্জ ড. ননী গোপাল এর সাথে।
হাস পাতালের নার্সরাও ছিলেন যথেষ্ট সহযোগিতাপূর্ণ।হাসপাতাল কতৃপক্ষ আমাদের সার্বিক সহায়তা করেছেন।