চাইল্ড পার্লামেন্টের প্রস্তুতি কর্মশালা

চাইল্ড পার্লামেন্টের ১২তম অধিবেশনের প্রস্তুতিমূলক কর্মশালার উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার সাভারের স্থানীয় একটি প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়।এবারের চাইল্ড পার্লামেন্ট এর প্রতিপাদ্য বিষয় ‘বাল্য বিবাহ শিশুর শিক্ষা এবং সুরক্ষার অন্তরায়।’ প্রস্তুতি কর্মশালায় শিশু সংসদ সদস্যরা নিজ এলাকার শিশুর সমস্যাগুলো তুলে ধরবে এবং প্রস্তাবনা তৈরি করবে। এখানে বাংলাদেশের ৬৪ টি জেলার ও ১৬টি বিশেষ অঞ্চলের নির্বাচিত সদস্যরা উপস্থিত আছে। চাইল্ড পার্লামেন্টের ১২তম অধিবেশন অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর এলজিইডি ভবনের মিলনায়তনে।
অধিবেশনের প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার অ্যাড মো: ফজলে রাব্বী মিয়া (এম.পি) এবং বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

http://hello.bdnews24.com/news/article7075.bdnews