এনসিটিএফ ঢাকা জেলার বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা ২০১৫ তৈরি।
এনসিটিএফ ঢাকা জেলার বার্ষিক সাধারণ সভা ও কর্মপরিকল্পনা ২০১৫ আজ ১১ জানুয়ারি, রবিবার, বাংলাদেশ শিশু একাডেমী ঢাকা জেলার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সকাল থেকে শুরু হওয়া এনসিটিএফ ঢাকা জেলার বার্ষিক সাধারণ সভায় সাধারণ কার্যনির্বাহী কমিটি,সাধারণ সদস্য সহ ৪০ জনের অধিক শিশু সদস্য উপস্থিত ছিল। এজিএম এর প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম।
কুরআন তিলওয়াতের মাধ্যমে সভা শুরু করে অতিথিদের বক্তব্য, কার্যনির্বাহী কমিটির বিগত বছরের কর্মপরিকল্পনা পর্যালোচনা বা জবাবদিহিতা এবং দল ভিত্তিক কর্মশালার মাধ্যমে ২০১৫ সালের এনসিটিএফ ঢাকা জেলার কর্মপরিকল্পনা তৈরি করা হয়। দল ভিত্তিক উপস্থাপনা এবং সাংগঠনিক দক্ষতা সম্পর্কে ধারনা দেন আমন্ত্রিত অতিথিরা। সবশেষে ছোট্র বিনোদন পর্বের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।