জয়পুরহাটের এনসিটিএফের উদ্যোগে বস্ত্র বিতরণ এবং ওয়ার্ল্ড ভিশন এডিপির সংঙ্গে প্রেস কনফারেন্স।
এনসিটিএফ জয়পুরহাটের উদ্যোগে ২০জন অসহায় ব্যাক্তি ও শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র প্রদানে ১ম ধাপে সন্ধ্যার পর এক অনুসন্ধানের জয়পুরহাট রেলওয়ের আশে পাশে যারা কষ্টে ঘুমায় তাদেরকে শীত বস্ত্র গায়ে জড়ায় দেওয়া হয়। শীত বস্ত্র সংগ্রহে সহযোগিতা করেন এনসিটিএফ বন্ধু কমিটির কয়েকজন সদস্য।
ওয়ার্ল্ড ভিশন এডিপি জয়পুরহাটের সংঙ্গে এনসিটিএফ জয়পুরহাট মিলিত হয়ে গত ২৩ শে জানুয়ারি “শিশুদের বাজেট ভাবনা” প্রেস কনফারেন্সে শিশুদের বাজেট দাবি করে। ওয়ার্ল্ড ভিশনের এই ক্ষেত্রে বাজেট ছিলো ১৫,০০০ টাকা।