কুষ্টিয়ায় শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক অবহিতকরণ ও প্রচারনা সভায় এন.সি.টি.এফ কুষ্টিয়া।
গত ২৫ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল শিশুর প্রতি সহিংসতা নিরসন শীর্ষক অবহিতকরণ ও প্রচারনা সভা। অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে, এসডিএফ এর আর্থিক সহায়তায় ও নিকুশিমাজ আয়োজন সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভার মূল উদ্দেশ্য শিশুদের প্রতি সহিংসতার বিষয়গুলো সকলের সামনে তুলে ধরা এবং শিশু সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে উৎসাহিত করা। নিকুশিমাজ এর নির্বাহী পরিচালক সালমা সুলতানা এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন কুষ্টিয়ায় সম্প্রতি সময়ে আত্মহত্যা প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। আত্মহত্যা প্রবনতা কমানোর জন্য সকলকে কাজ করতে হবে। এছাড়া গৃহকর্মে শিশুদের নির্যাতনের বিষয়েও তিনি গুরুত্ব প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান সিভিল সার্জন, মোঃ আব্দুল গনি উপ-পরিচালক সমাজ সেবা কার্যালয়, সফুরা ফেরদৌস জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। অনুষ্ঠানের মূল বিষয় ও বিস্তারিত আলোচনা করেন অপরাজেয় বাংলাদেশের সাফিয়া শামিমা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকুশিমাজ এর সভাপতি অধ্যাপক আসাদুর রহমান। উক্ত অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স, কুষ্টিয়া জেলার সভাপতি মুসাব্বির হোসেন। এছাড়া অনুষ্ঠানে এনসিটিএফ কুষ্টিয়ার সদস্যবৃন্দ, সেভ দ্য চিলড্রেন এর সিওয়াইভি মোঃ আসাদুজ্জামান সহ বিভিন্ন সংগঠন, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।