ভাল লিখলে বা ভাল বলতে পারলেই ভাল সাংবাদিক হওয়া যায় না
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাঃ শহীদ মিলন সভাকৰে ৯ ও ১০ এপ্রিল এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট কর্তৃক এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সদস্যদের জন্য দুইদিনের শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। দুদিনব্যাপী উক্ত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর মহাপরিচালক মো. শাহ্ আলমগীর। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েসন এর সাবেক সভাপতি ডা. বজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন “ ভাল লিখলে বা ভাল বলতে পারলে ভাল সাংবাদিক হওয়া যায় না। ভাল সাংবাদিক হতে নিজের মাঝে ভাল কমিটমেন্ট থাকা লাগবে। ভাল সাংবাদিক হওয়া সম্ভব।” তিনি আরো বলেন সাংবাদিকতা করার ক্ষেত্রে অনেক সময় নিজেকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। এসকল বাধা ডিঙ্গিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন প্রশিক্ষণার্থীদের সাংবাদিকতা নিয়ে কখনও কোনো সাহায্যের প্রয়োজন হলে তিনি তা সমাধানের করে দেওয়ার চেষ্টা করবেন।
কর্মশালা শেষে এনসিটিএফ এর পক্ষ থেকে এনসিটিএফ সেন্ট্রাল কমিটির সভাপতি সায়েম খন্দকার ও চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পিকার সাইদা সানজিদা লোপা বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর মহাপরিচালক মো. শাহ্ আলমগীরকে ধন্যবাদ জ্ঞাপন করে আরো একটি দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ আয়োজন করার জন্য দাবি জানায়। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাস , এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি জারিয়াতুলৱাহ খানম, সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক নাদিয়া নওরীন সারা, সাংগঠনিক সম্পাদক তাহমিদ শাহরিয়ার, শিশু সাংবাদিক মাকসুদা চৌধুরী পলি এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা। প্রশিৰণ শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী সকলের হাতে সনদ তুলে দেন।
উক্ত প্রশিক্ষণে এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার ৩০ জন সদস্য অংশগ্রহণ করছে। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট কর্তৃক এই ধরণের প্রশিক্ষণ বাংলাদেশে প্রথমবারের মত আয়োজন করা হয়।
ফুয়াদ হাসান
সাধারণ সম্পাদক
এনসিটিএফ, ব্রাহ্মণবাড়িয়া।