লোকবল সঙ্কট পাবনা শিশু পরিবার
গত ১০ মে এনসিটিএফ পাবনা জেলা সরকারি শিশু পরিবার পরিদর্শনে যায়। চরম লোকবল সঙ্কটে ভুগছে শিশু পরিবারটি। এতে প্রায় ৭ জনের পরিবর্তে ৪ জন ব্যক্তি দায়িত্ব পালন করছে। যার ফলে সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। জেলা এনসিটিএফ এর ৪ সদস্য বিশিষ্ট একটি সদস্য দল শিশু পরিবারের ভারপ্রাপ্ত উপ তত্বাবধায়ক এর সঙ্গে কথা বলে জানতে পারেন যে এখানে লোকবল সঙ্কটের কারনে তারা প্রতিনিয়ত নানা প্রকার সমস্যার সম্মুখিন হচ্ছে।
১০০ জন শিশুর রান্নার জন্যে বর্তমানে একজন বাবুর্চি রয়েছে। যার কোন সহযোগী নেই। তাই প্রতি নিয়ত শিশু পরিবারের ২-৩ জন পালাক্রমে তার রান্নার কাজে সাহায্যে করছে। যার ফলে তাদের লেখাপড়ার ব্যঘাত ঘটছে। এমনকি যে দিন সে সকল শিশু রান্নার কাজে সাহায্য করার কারনে বিদ্যালয়ে যেতে পারছে না। শিশু পরিবারের সকল শিশুকে স্বনির্ভরশীল করে তোলার জন্য এখানে কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা থাকা স্বত্ত্বেও প্রশিক্ষক না থাকার কারনে তা বাস্তবায়িত হচ্ছে না। শিশুদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষিত না হওয়ার কারনে তারা স্বাবলম্বি হওয়ার দিক থেকে অনেক পিছিয়ে পরছে। তারা দ্রুত প্রশিক্ষণের জন্য প্রশিক্ষকের ব্যবস্থার করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছে।