এন.সি.টি.এফ নরসিংদী’র হাসপাতাল পরিদর্শন
শিমুল আহমেদ তরঙ্গ : গত ২৮মে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স ; এন.সি.টি.এফ নরসিংদী জেলা কমিটি তাদের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে নরসিংদী জেলা হাসপাতাল পরিদর্শনের কাজ সম্পন্ন করে। নরসিংদী জেলা এন.সি.টি.এফ এর সভাপতি তাহুয়া লাভিব তুরা’র নেতৃত্বে জেলা কমিটির ১১জন সদস্য এই পরিদর্শনে অংশগ্রহণ করে । কমিটির সদস্যদের সাথে ছিলেন সেভ দ্য চিলড্রেন এর সি ওয়াই ভি জনাব উম্মে হাবিবা বর্ষা, এন.সি.টি.এফ নরসিংদী জেলার ভলান্টিয়ার জনাব এ.কে.এম সেলিম এবং সাথী আক্তার ।
এদিকে হাসপাতালের জরুরী বিভাগ পরিদর্শনের সময় সেখানে কর্তব্যরত ইমারজেন্সি ওফিসার জনাব শামিমা ইয়াসমিন এর সাথে কথা হলে তিনি জনান , হাসপাতালে প্রায় প্রতিদিনই অনেক শিশুকে নিয়ে আসা হয়। যাদের প্রধান সমস্যা থাকে ডায়রিয়া । এছাড়া নিউমোনিয়ায় আক্রান্তের হার ও বেড়ে চলেছে।
এইদিকে শিশুরোগ বিশেষজ্ঞের কক্ষের সামনে রোগিদের বিশাল বড় জটলা দেখা যায়। অভিযোগ উঠে যে এখানে প্রায় ৩ ঘন্টা যাবৎ অপেক্ষা করার পরও কর্তব্যরত ডাক্তার এর দেখা নেই , একজন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তা ও টাকার বিনিময়ে সিরিয়াল ভঙ্গ করে। সত্যতা যাচাইয়ের জন্য সেখানে গেল প্রথমে দালাল পথরোধ করে। পরে এন.সি.টি.এফ এর সাংবাদিক পরিচয় পাবার পর ঢোকা গেলে সেখানে অবস্থানরত চিকিৎসক নিজের পরিচয় দিতে অস্বীকৃতি জনান এবং বলেন যে শিশু বিশেষজ্ঞ বাইরে গেছেন , এবং তিনিই চিকিৎসা দিচ্ছেন। সিরিয়াল ভঙ্গের ব্যাপারে অস্বিকার করে বলেন টিকেটের নম্বর অনুযায়ী রোগী ডাকা হচ্ছে ।
এদিকে হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করা হয়। সেখানে কিছু বেড খালি থাকা সত্বেও অনেক রোগিদের নিচে শুয়ে থাকতে দেখা যায়। যেখানে শিশুরা অত্যন্ত অস্বাস্থ্যকর মেঝেতে অবস্থান করছে। এ ব্যপারে কর্তব্যরত নার্স কে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে এগুলো মেডিসিন বিভাগের বেড। স্থান স্বল্পতার কারনে শিশুদের জন্য আলাদা কোন ওয়ার্ড রাখা হয় নি। একই সাথে তাদেরকে রেখে চিকিৎসা দেওয়া হয়।অতি দ্রুত এ ব্যপারে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়াউচিৎ বলে তিনি মনে করেন।