অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিন ব্যপী “অধিকার ভিত্তিক সুযোগ সুবিধা সম্পর্কিত গবেষনার জন্য গবেষকদের” প্রশিক্ষন কর্মশালা।

দলীয় কাজের প্রেজেন্টেশন

দলীয় কাজের প্রেজেন্টেশন

প্রশিক্ষনের নোট নিচ্ছেন একজন প্রশিক্ষণার্থী

প্রশিক্ষনের নোট নিচ্ছেন একজন প্রশিক্ষণার্থী

প্রশিক্ষন চালাচ্ছেন প্রশিক্ষক

প্রশিক্ষন চালাচ্ছেন প্রশিক্ষক

 

প্রশিক্ষনের সমাপণি বক্তব্যে প্রধান অতিথি

প্রশিক্ষনের সমাপণি বক্তব্যে প্রধান অতিথি

 

অনুষ্ঠিত হয়ে গেল ৩ দিন ব্যপী “অধিকার ভিত্তিক সুযোগ সুবিধা সম্পর্কিত গবেষনার জন্য গবেষকদের” প্রশিক্ষন কর্মশালা। গত ২৭-২৯ মে ঢাকার আদাবরে উদ্দীপন ট্রেনিং সেন্টারে বাংলাদের ৪ টি বিশেষ অঞ্চলের ১১ জেলার মোট ২১ জন শিশু গবেষক ও জেলা ভলান্টিয়ারদের অংশগ্রহনে কর্মশালাটির আজ ছিল শেষ দিন। সমাপনী দিনে উপস্থিত ছিলেন শিশু বাজেট ফোরামের সভাপতি ড. আবুল হোসেন, তায়ুব তোজাম্মল(SC), মীর রেজাউল করিম(SC), শহিদুল্লাহ (CSID) এবং কেন্দ্রীয় ইয়ুথ ভলান্টিয়ার রুমন।
জাতীয় বাজেটে শিশুদের জন্য পৃথক বাজেট তৈরিতে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ প্রেরনের লক্ষ্যে অনুষ্ঠিত করমশালাটির আয়োজনে ছিল এনসিটিএফ, সেভ দ্যা চিলড্রেন, এবং সিএসআইডি।