প্রতিবারেনেয় এবারও ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলার সরকারি শিশু পরিবার বালক সদন পরিদর্শন ।

মুসাব্বির হোসেন(কুষ্টিয়া)ঃ আজ ১০ই জুন ২০১৫ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলা শাখা কমিটি কুষ্টিয়া জেলার সরকারি শিশু পরিবার বালক সদন পরিদর্শন করে। এন.সি.টি.এফ এর সদস্যরা বালক সদনের কমকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং এন.সি.টি.এফ ২০১৫ সালের কুষ্টিয়ার প্রকাশিত কুষ্টিয়া জেলার একমাত্র শিশু পত্রিকা “শিশু জগৎ” তুলে দেন এবং এনসিটিএফ সম্পর্কে অবহিত করা হয়। এনসিটিএফ এর সদস্যরা শিশুদের কক্ষ পরিদর্শন করে।

IMG_0640

শিশুদের সাথে লেখা-পড়া ও অন্যান্য বিষয়ে খোজ-খবর নেওয়া হয়। শিশু পরিবার বালক সনদনের শিশুরা লেখা পড়ার পাশা-পাশি খেলা-ধুলা নিয়েও অনেকটা এগিয়ে আছে। এদিকে শিশুদের সাথে কথা বলার সময় শিশুরা জানায় যে, তাদের খেলার সামগ্রী যদি আরো বেশি হতো তাহলে তাদের জন্য আরো ভালো হতো ।কুষ্টিয়া সরকারী শিশু পরিবার বালক সনদনের শিশুরা এখানে তাদের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলছে সেখানে। সরকারি শিশু পরিবার বালক সদনে শিশুদের জন্য কুষ্টিয়া জেলার একমাত্র শিশুপত্রিকা “শিশু জগৎ” লাগিয়ে দেয়া হয় ।

বালক সদন পরিদর্শনের সময় এনসিটিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার এন.সি.টি.এফ. এর সভাপতি মোঃ মুসাব্বির হোসেন,শিশু সাংবাদিক সাজিদ হাসান,চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেহেদী হাসান এবং কার্যনিবাহী কমিটির সদস্য আজমাইন মাহমুদ।এছাড়াও এনসিটিএফ কুষ্টিয়ার কার্যক্রম দেখে প্রশংশা করেন এবং এগিয়ে যওয়ার জন্য উৎসাহ দেন ।

কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর বিশেষ সভা অনুষ্ঠিত এবংকুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. কে টিআইবি কুষ্টিয়ার আমন্ত্রণ

অদ্য ০৯ই জুন ২০১৫ বিকাল ৪.০০ টায় কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর বিশেষ সভা অনুষ্ঠিত হয় । বিশেষ সভার মূল উদ্দেশ্য ছিল যে, টিআইবি কুষ্টিয়ার পক্ষ থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে সেবাদানকারী এবং সেবা গ্রহীতার মধ্যে মতামত বিনীময় করা ।
এর মূল লক্ষ সদর হাসপাতালের বিভিন্ন সমস্যা ও হাসপাতাল থেকে কোন কোন ধরনের সুবিধা পাচ্ছে এই বিষয় গুলো তুলে ধরা এবং সেবার মান বাড়ানো । উল্লেখ্য যে, কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. প্রতিমাসে কুষ্টিয়া সদর হাসপাতালের শিশু ওয়ার্ড মনিটরিং করে থাকে ।
এবং এন.সি.টি.এফ. এর শিশুরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড এর বিভিন্ন সুযোগ সুবিধা এবং সম্পর্কে অন্যান্যদের থেকে ভালো জানে ।
এর ভিত্তিতে কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর সভাপতি মুসাব্বির হোসেন উল্লেখিত অনুষ্ঠানে এন.সি.টি.এফ. এর শিশুদের আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ জানায় । এরই পরিপেক্ষিতে কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ. এর ৫ জন শিশুকে আমন্ত্রণ জানায় ।
 উল্লেখিত যে, এন.সি.টি.এফ. কুষ্টিয়া জেলার সভাপতি মুসাব্বির সহ কার্যনির্বাহী কমিটির কিছু সদস্য টিআইবির ইয়েস মেম্বার ।
 এবং কুষ্টিয়া জেলা এন.সি.টি.এফ.  এর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের অবর্জাভেশন রুমের সমস্যা সমাধানের জন্য অভিনন্দ জানায় টিআইবি এবং ভবিষতে বিভিন্ন শিশু বিষয়ক অনুষ্ঠানে এন.সি.টি.এফ.  কে সব সময় সাথে রাখবে বলে  টিআইবি কুষ্টিয়ার পক্ষ থেকে জানানো হয়।