প্রতিবারেনেয় এবারও ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলার সরকারি শিশু পরিবার বালক সদন পরিদর্শন ।
মুসাব্বির হোসেন(কুষ্টিয়া)ঃ আজ ১০ই জুন ২০১৫ ইং তারিখে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স কুষ্টিয়া জেলা শাখা কমিটি কুষ্টিয়া জেলার সরকারি শিশু পরিবার বালক সদন পরিদর্শন করে। এন.সি.টি.এফ এর সদস্যরা বালক সদনের কমকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং এন.সি.টি.এফ ২০১৫ সালের কুষ্টিয়ার প্রকাশিত কুষ্টিয়া জেলার একমাত্র শিশু পত্রিকা “শিশু জগৎ” তুলে দেন এবং এনসিটিএফ সম্পর্কে অবহিত করা হয়। এনসিটিএফ এর সদস্যরা শিশুদের কক্ষ পরিদর্শন করে।
শিশুদের সাথে লেখা-পড়া ও অন্যান্য বিষয়ে খোজ-খবর নেওয়া হয়। শিশু পরিবার বালক সনদনের শিশুরা লেখা পড়ার পাশা-পাশি খেলা-ধুলা নিয়েও অনেকটা এগিয়ে আছে। এদিকে শিশুদের সাথে কথা বলার সময় শিশুরা জানায় যে, তাদের খেলার সামগ্রী যদি আরো বেশি হতো তাহলে তাদের জন্য আরো ভালো হতো ।কুষ্টিয়া সরকারী শিশু পরিবার বালক সনদনের শিশুরা এখানে তাদের জীবনকে অনেক সুন্দর করে গড়ে তুলছে সেখানে। সরকারি শিশু পরিবার বালক সদনে শিশুদের জন্য কুষ্টিয়া জেলার একমাত্র শিশুপত্রিকা “শিশু জগৎ” লাগিয়ে দেয়া হয় ।
বালক সদন পরিদর্শনের সময় এনসিটিএফ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার এন.সি.টি.এফ. এর সভাপতি মোঃ মুসাব্বির হোসেন,শিশু সাংবাদিক সাজিদ হাসান,চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেহেদী হাসান এবং কার্যনিবাহী কমিটির সদস্য আজমাইন মাহমুদ।এছাড়াও এনসিটিএফ কুষ্টিয়ার কার্যক্রম দেখে প্রশংশা করেন এবং এগিয়ে যওয়ার জন্য উৎসাহ দেন ।