হরিজন কলোনীর শিশুদের অবস্থা পরিদর্শনে এনসিটিএফ পাবনা
গত ২২জুন বিকাল সাড়ে ৪ টার সময় এনসিটিএফ পাবনার সভাপতি রিয়াদ মাহ্ফুজ এর নেতৃত্বে এবং জেলা ভলাণ্টিয়ারদের সহযোগিতায় কার্যনির্বাহী কমিটির একটি ৫ জনের দল হরিজন কলোনী পরিদর্শনে যায়।পরিদশর্নে অনেক সুবিধা-এবং অসুবিধা উঠে আসে।পৌরসভার অধীনে থাকা এ কলোনীটিতে প্রধান প্রধান সমস্যা হল এখানকার পরিবেশ অস্বাস্থ্যকর যার কারন পানির নিষ্কাশন ব্যবস্থা মোটেই ভাল নয় আবার এখানে স্যানিটারী পায়খানা নেই।এ কলোনীতে বাল্যবিবাহের হার অত্যধিক। অপরদিকে এখানে রয়েছে সুশিক্ষার ব্যবস্থা।এখানকার সকল শিশুই পড়াশোনা করে এদের জন্য কলোনীতে রয়েছে একটি সংগঠন ফেয়ারের তৈরী একটি টিউশন ক্লাস যেখানে দিনে দুইবার শিশুদের পাঠদান করা হয় তবে বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় শিশুরা এখানে মৌলিক সকল অধিকার পেলেও শিশুদের জন্য নেই কোনো বিনোদনের ব্যবস্থা