হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করল এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখা
গত ২৫শে জুন ২০১৫ ইং হবিগঞ্জ জেলার সভাপতি মিজানুর রহমান আরিফের নেতৃত্বে এনসিটিএফ হবিগঞ্জ জেলা শাখার শিশু সাংবাদিকদের একটি প্রতিনিধি দল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করে ।এ সময় উপস্তিত ছিলেন শিশু বন্ধু শেখ ওসমান গনি রুমী ,শাকিল ,সাদিয়া .হাসান ও মোমিতা .পরিদর্শন কালে শিশু ওয়ার্ডে অবস্থানরত রোগী এবং তাদের অভিভাবকদেরকে হাসপাতালের সেবা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা শিশু সাংবাদিকদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরেন রোগীর কোন বিষয়ে চিকিত্সকদের জানাতে চাইলে তারা রোগীকে অবহেলার চোখে দেখা হয় ,সদর আধুনিক হাসপাতাল থেকে রোগীদেরকে কোন প্রকার ঔষুধ দেওয়া হয় না , খাবারের মান অতি নগন্য ,বিশুদ্ধ পানির চরম দূর্ভোগ এবং অতি স্বল্প আবাসন ব্যবস্থা ,শৌচাগারের নোংরা অবস্থা সহ ইত্যাদি এ ব্যপারে শিশু ওয়ার্ডে কনসালেন্ড কায়সার আহমেদ এর সাথে কথা বলতে গেলে প্রথম খারাপ ব্যবহার করলে ও পরে তিনি শিশু সাংবাদিকদের কাছে ক্ষমা চান কনসালন্ডে মহোদয়কে এই সব বিষয়ে অবগত করলে তিনি বলেন দ্রত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে পরে সিভিল সার্জনের সাথে এ ব্যপারে কথা বললে তিনি শিশু সাংবাদিকদের জানান ,শিশু ওয়ার্ডের ধারন ক্ষমতা ৩০ জন রোগী আছে এর দ্বীগুণ এই জন্য এই সব সমস্যার সম্মুখিন হতে হচ্ছে এই সমস্যার সমাধান জানতে চাইলে তিনি বলেন আমরা ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মান করতেছি নতুন ভবনে রোগীদেরকে এই সব সমস্যার সম্মুখিন হতে হবে না বলে এই আশাবাদবেক্ত করেন।