বড়দের সাথে মতবিনিময় সভায় পাবনা এনসিটিএফ এর শিশুরা
গত ২৮ জুন এনসিটিএফ পাবনা জেলার আয়োজনে জাতিসংঘের শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাজী আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক, পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা), পাবনা। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মতিউর রহমান শাহ, বিশিষ্ট প্রবীন সাংবাদিক- আব্দুল মতিন খান, মোঃ আশরাফুজ্জামান- ট্রেড ইন্সট্রাক্টর (শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়, পাবনা) এবং প্রাক্তন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা। সভায় সভাপতিত্ব করেন- এনসিটিএফ এর সভাপতি রিয়াদ মাহফুজ। মতবিনিময় সভায় এনসিটিএফ পাবনা জেলার কার্যনির্বাহী কমিটিসহ ২৫ জন সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। পাবনা জেলায় বর্তমানে শিশুদের নিয়ে নানাবিধ সমস্যার কথা তুলে ধরে শিশুরা। তবে সকল সমস্যায় সমাধান করার আশ্বাস দেওয়া হয় জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে। পাবনা মানসিক হাসপাতালে আলাদা করে শিশুদের জন্য ওয়ার্ড, হরিজন কলোনিতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা, পাবনায় আরেকটি শিশু পার্কের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা, মাদকের বিরুদ্ধে আরো মনিটরিং বাড়ানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে আশ্বাস দেন। আগামীতে এনসিটিএফ কে আরো বেশি সামনে দেখতে চায় জেলা প্রশাসক। জেলা প্রশাসক মহোদয় তাঁর একান্ত বক্তব্যে বলেন- এনসিটিএফ পাবনাকে আরো অনেক সামনে দেখতে চাই। শুধু জেলা সদরে নয় উপজেলা পর্যায়ে এনসিটিএফ গেলে শিশু অধিকার বাস্তবায়নের মূখ্য ভূমিকা পালন করবে। এই ধরনের আয়োজনে উপজেলা পর্যায়ে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।