১৪ ই জুলাই এন.সি.টি.এফ. এর উদ্যোগে সকল জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে রাজন হত্যার মামলায় মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের জন্য আহ্বান
গত ৮ জুলাই বুধবার সিলেটে বর্বর হত্যাকান্ডের মাধ্যমে শিশু রাজনকে হত্যা করা হয়। হত্যাকারীদের একজন ব্যাতিত এখনো কেউ গ্রেপ্তার করা হয়নি। এনসিটিএফ বাংলাদেশের ৬৪ জেলায় সক্রিয়ভাবে শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।
তাই উক্ত হত্যার প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেপ্তারসহ রাজন হত্যার বিচারের দাবিতে আগামীকাল ১৪ই জুলাই ২০১৫ তারিখে সকল জেলা এনসিটিএফ মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য আহুবান জানানো হয়েছে ।
৬৪ জেলার এনসিটিএফ কার্যনির্বাহী কমিটি নিজ নিজ জেলার জেলা প্রশাসকের নিকট উক্ত স্মারকলিপি প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে ।
* প্রদত্ত লিংকের মাধ্যমে স্মারকলিপি ডাউনলোড করে নিজ জেলার নাম, সভাপতির নাম লিখে স্মারকলিপি প্রস্তুত করার জন্য আহুবান জানানো হয়েছে ।
* কার্যনির্বাহী কমিটির সদস্যরা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করার জন্য আহুবান জানানো হয়েছে ।
* স্মারকলিপি প্রদানের ছবি যতদ্রুত সম্ভব নিজ জেলা পেজ ও এনসিটিএফ বাংলাদেশের গ্রুপে শেয়ার করবে করার জন্য আহব্বান জানানো হয়ে্ছে।
* বিকালের মধ্যে প্রেস রিলিজ বা সংবাদ তৈরী করে info@nctfbd.org তে প্রেরণ করতে হবে। এক্ষেত্রে মিডিয়া প্রকাশে সহায়ক হিসেবে সবুজ বার্তা চিলড্রেন মিডিয়া সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে (sobujbarta@gmail.com)।
* সেন্ট্রাল এডিটোরিয়াল টিম সকল সংবাদ একত্রিতকরণ করে পূর্ণাঙ্গ সংবাদ ও রিপোর্ট তৈরীকরার জন্য আহ্বান জানানো হয়েছে ।