চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করছেন এনসিটিএফ চট্টগ্রাম জেলা

সিলেটের রাজন হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করছেন এনসিটিএফ চট্টগ্রাম জেলা।

সিলেটের শহরতলীর কুমারগাঁও বাস স্টেন্ড এলাকায় গত ৮ জুলাই মিথ্যা চুরির অভিযোগে ১৩ বয়সে শিশু শেখ সামিউল আলম উরফে রাজনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। উক্ত বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান করে জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলন্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ)।
তারা স্মারক লিপির মাধ্যমে দোষীদের যুগান্তকারী শাস্তি ও প্রত্যেক শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন এর মাধ্যমে সরাষ্ট্র প্রতিমন্ত্রী কাছে জোর দাবী জানায়।

গতকাল ১৪ই জুলাই সকাল ১১ টায় এনসিটিএফ চট্টগ্রাম জেলা কমিটি চট্টগ্রামের জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আহসান উল্লাহ হাসান, উম্মে খাইরুন, বাপ্পী দাশ, শাহরিয়ার তামিম সৌরভ, হ্যাপী, শরিফুল কাদের, তানজিয়া নওরিন ও রপি প্রমুখ।