সিলেটে শিশু রাজন হত্যাকান্ডে কুড়িগ্রামে স্মারকলিপি প্রদান
নুসরাত জান্নাত মীম, কুড়িগ্রাম থেকে ১৪/০৭/১৫ সিলেটের কুমারগাঁওয়ে কিশোর রাজনকে চুরির অপবাদে জনসম্মুখে পিটিয়ে হত্যার ঘটনায় কুড়িগ্রাম জেলা শিশু ভিত্তিক সংগঠন এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স) স্বরাস্ট্র প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার সকালে সংগঠনের পক্ষে কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন এর মাধ্যমে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাহমিনা কায়সার হিমা, যুগ্ম সম্পাদক কবির হাসান, সাংগঠনিক ফাহিমুল হাসান, শিশু সাংবাদিক নুসরাত জান্নাত মীম, উপদেষ্টা আলিফ সিদ্দিক কাব্য, মেহেদী হাসান পিয়াস, জান্নাতুল ফেরদৌস জুই, নিলয় বকসী, ফারজানা ইয়াসমীন মৌসুমী, হুমায়ুন কবির সূর্য্য প্রমূখ। স্মারকলিপিতে রাজন হত্যাকান্ডে জড়িত সকল হত্যাকারীকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।