সাভার উপজেলা কমিটি, জাতীয় ও স্থানীয় সাংবাদিক এবং শিশু অধিকারকর্মীদের কর্মশালা
৬ আগস্ট ২০১৫ ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও ভিলেজ এডুকেশন ও রিসোর্স সেন্টারের (ভার্ক) আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ‘আইসিটি এবং ইনোভেটিভ পার্টনারশীপ’ প্রকল্পের আওতায় সাভারস্থ ভার্ক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ও স্থানীয় সাংবাদিক, শিশু অধিকারকর্মী এবং শিশুদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মশালায় জাতীয় পর্যায়ের শিশু সংগঠন এনসিটিএফের সাভার উপজেলা কমিটি ও স্কুল কমিটি আইসিটিকে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে ওয়াশ (নিরাপদ পানিও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন) ব্যবস্থার মনিটরিং করে তা তুলে ধরবে। অংশগ্রহণকারী শিশুরা স্কুলের ‘ওয়াশ’ পরিস্থিতি নিয়ে তাদের মতামত দিবে।
উক্ত কর্মশালায় পানি, পয়ঃনিষ্কাশন এবং স্যানিটেশনের তথ্য সংগ্রহের জন্য তৈরীকৃত অ্যাপ্স উপস্থাপন করা হবে।
উক্ত কর্মশালায় স্কুল পর্যায়ে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থসচেতনতা এবং এ সম্পর্কিত ব্যবস্থাপনা বিষয়ে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাকিরা খিভাবে পরামর্শকের ভূমিকা পালন করবেন? সংবাদের গুণগত মান উন্নয়নে তাদের ভূমিকা কি হবে? এ বিষয়ে একটি নেটওয়ার্ক স্থাপনে স্থানীয়, জাতীয় পর্যায়ের সাংবাদিক, শিশু অধিকার কর্মী এবং এনিিসটিএফের করণীয় বিষয়সমূহ আলোচনা করা হবে।
উল্লেখ্য, সাভার উপজেলার ৩০ টি স্কুলের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য সচেতনতা পরিস্থিতির উন্নয়নে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সম্মতিতে ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ স্কুল কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে স্কুল কমিটির সভাপতিদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ সাভার উপজেলা কমিটি গঠন করা হয়। আর এক্ষেত্রে সেভ দ্য চিলড্রেন-এর সার্বিক সহযোগিতায় ভার্ক, সিএসআইডি, এমএমসি, এমপাওয়ার সোসাল এন্টারপ্রাইজ এবং শিশু সংগঠন এনসিটিএফ এর যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ‘আইসিটি এন্ড ইনোভেটিভ পার্টনারশীপ’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
আইসিটি এবং ইনোভেটিভ পার্টনারশীপ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিশু সংগঠন এনসিটিএফের সাথে পার্টনারশীপ ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লক্ষিত স্কুলের পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য সচেতনতা পরিস্থিতির উন্নয়ন করা। যা পরবর্তীতে পুরো বাংলাদেশে বাস্তবায়নের উপযোগী হবে।