বগুড়ায় জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করল এনসিটিএফ এর প্রতিনিধি দল
আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিনের সাথে দেখা করতে যায় বাংলাদেশ সরকারের একমাত্র শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স বগুড়া শাখার প্রতিনিধিরা।এসময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় তারা।
বগুড়া জেলা শিশু অধিকার পরিস্থিতি ও এনসিটিএফ এর কার্যক্রম তুলে ধরা হয় এই সাক্ষাতকারে।এসময় জেলা প্রশাসকের হাতে জাতিসংঘ শিশু অধিকার সনদ এর ৫ম বিকল্প প্রতিবেদনের সুপারিশ সমূহের কপি তুলে দেন বগুড়া জেলা এনসিটিএফ এর সভাপতি জাওয়াদুল করিম জীসান।
জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন এনসিটিএফ এর সব কার্যক্রমের প্রশংসা করেন এবং সবসময় শিশুদের পাশে থাকবেন বলে আশ্বসস্থ করেন।
এসময় উপস্থিত থেকে সবার সাথে মত বিনিময় করেন এনসিটিএফ বগুড়ার উপদেষ্টা ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর এছাড়াও এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রাকিবুল হাসান, আফরোজা সরকার টিসা, সামিউল ইসলাম, পারমিতা ভট্টাচার্য্য স্বর্ণা, নূর জাহান পুস্প, মাইমুনা আক্তার রিমকি ,সাদিয়া আক্তার, আবীদ শাহরিয়ার, শাহরিয়ার আহমেদ সেতু, এবং জেলা ভলান্টিয়ার সোহরাব হোসেন সোহাগ উপস্থিত ছিলেন।