এনসিটিএফ এর আই.সি.টি.ট্রেনিং চট্টগ্রাম ডিভিশন
আবদুল্লাহ আল মুহাইমিনঃ ১৫ আগষ্ট চ্ট্টগ্রাম চট্টগ্রাম,চাদগাঁও আবাসিক এলাকার এনজিও ফরাম অফিসে চট্টগ্রাম ডিভিশনের এনসিটিএফ মেম্বারদের সেভ দি চিলড্রেন,বাংলাদেশ শিশু একাডেমী,এমএমসি ও এনসিটিএফ এর উদ্দগে শিশুদের আই.সি.টি. ট্রেনিং দেয়া হয়।ন্যাশেনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স চট্টগ্রাম ডিভিশানের শিশুদের কমপিউটার,সামাজিক যোগাযোগ মাধ্যম,www.nctfbd.org ওয়েব সাইট সহ ইন্টারনেটের উপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।এছাড়া ও রিপোট লিখা,পত্রিকার লিখার কৌশল,ওনলাইন নিরাপত্তার কোশল ইত্যাদি শিখানো হয়। ইয়ত ভলেনটিয়ার আবদুল্লাহ জোবাইর,নারগিস আক্তার রনি, জান্নাতুল ইসলাম রাহাদ এবং এমএমসির প্রজেক্ট করডিনেটর মৃন্ময় মহাজন প্রশিক্ষকের দায়িত্ব পালনকরে।সেভ দি চিলড্রেন মিডিয়া এবং আই.সি.টি. মেনাজার আফরজা সারমিন অনুষ্ঠান পরিদর্শন করেন এবং শিশুদের আই.সি.টি বিষয় সচেতনা বৃদ্ধির জন্য উপদেশদেন।”