নরসিংদী তে আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসব উদযাপন

শিমুল আহমেদ তরঙ্গ : ব্যাপক উৎসাহের সাথে নরসিংদী তে ” আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসব ২০১৫ ” উদযাপিত হয়েছে। প্রথম আলো’র সহযোগিতায় এবং সিটি ব্যাংক এর অর্থায়নে প্রথমবারের মতন নরসিংদী তে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।

বেলা ১০:০০ টায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ গনিত অলিম্পিয়ার্ড এর মহাপরিচালক জনাব ড. মুনির হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব আবু হেনা মোর্শেদ জামান।  আরও উপস্থিত ছিলেন ‘ সিটি ব্যাংক ‘ এর শাখা ব্যাবস্থাপক জনাব মো: নুরুজ্জামান চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক জনাব খন্দকার নুরুল হক । প্রতিযোগিতায় নরসিংদীর প্রায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। অংশগ্রহনকারীগন ২টি ক্যাটাগরিতে অংশ নেয়। প্রজেক্ট প্রদর্শন এবং কুইজ প্রতিযোগীতায় প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয় ।পুরস্কার বিতরনের আগে ড. মুনির হাসান তার বক্তব্যে বলেন , বিজ্ঞান অলিম্পিয়াডে দক্ষিন এশিয়ায় বাংলাদেশের সাফল্যের পর এখন এশিয়া মহাদেশে প্রথম হবার স্বপ্ন দেখতে হবে আমাদের ।

দুপুর ১টায় প্রজেক্ট পরিদর্শন ও কুইজ এর উপর ভিত্তি করে ঢাকায় পরবর্তী রাউন্ডের জন্য প্রতিযোগীদের সিলেক্ট করা হয়। প্রজেক্ট পরিদর্শনের উপর ভিত্তি করে – ব্রাহ্মন্দী কে. কে. এম. সরকারি উচ্চ বিদ্যালয়ে ; নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয় ; বেঙ্গল ইন্সটিটিউট অব টেকনোলজি ; এন. কে.এম হাই স্কুল এন্ড হোমস ; সাটিরপাড়া কে কে ইন্সটিটিউট। পড়ে প্রেজেন্টেশন বিজয়ী এবং কুইজে বিজয়ীদের মাঝে প্রশংসাপত্র ও মেডেল প্রদান করা হয়।