কুড়িগ্রামে বন্যার্ত শিক্ষার্থীদের পাশে এনসিটিএফ
ফারজানা মৌসুমী: কুড়িগ্রাম জেলা এনসিটিএফ নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বন্যার্ত ষাট জন শিক্ষার্থীর মাঝে ত্রাণ বিতরণ করে। বন্যার্ত ষাট জন শিক্ষার্থীর প্রত্যেককে চিড়া( দেড় কেজি), গুড়(৩০০ গ্রাম), স্যালাইন(৩টা), খাতা (৩ দিস্তা), কলম (৩টা) প্রদান করা হয়।
স্থানীয় শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ত্রাণ বিতরণ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, সলিডারিটির ফোকাল পার্সন হুমায়ুন কবির সূর্য, এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির হিমা, মিম, শান্ত, ফাহিম, নুরনবী, রেদওয়ান ও ভলান্টিয়ার ফারজানা মৌসুমী। ত্রাণের অর্থ দিয়ে সহযোগিতা করেন- কার্যনির্বাহী কমিটির সদস্য, ভলান্টিয়ারগণ, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও দাশেরহাট মডেল হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।