শিশু অধিকার নিশ্চিত এবং শিশুশ্রম হ্রাস করতে সকলকে একযোগে কাজ করতে হবে
ফরিদা চৌধুরী হ্যাপী: চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক পৃষ্ঠপোষকতায়, চাইল্ড রাইটস এ্যাডভোকেসি কোয়ালিশন, বাংলাদেশ এর আয়োজনে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু শ্রম হ্রাসকরণ প্রকল্প ও কর্ণফুলি আরবান এডিপি এর সহযোগীতায় আজ চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে শিশু অধিকার সনদের ঐচ্ছিক চুক্তি (Optional Protocol 3) বিষয়ক মতবিনিময় কর্মশালায় বক্তাগণ উপরোক্ত মতামত প্রদান করেন। উক্ত মত বিনিময় সভায় চট্টগ্রামে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, ওয়ার্ড কাউন্সিলর, ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এন.সি.টি.এফ), শিশু ফোরামর সদস্য, উন্নয়নকর্মী, অভিভাবক, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মী সহ মোট ৭২ জন প্রতিনিধি আংশ গ্রহন করেন। বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহমিনা বেগম এনডিসি, যুগ্ম সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আব্দুল জলিল।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল চাইল্ড প্রোটেশশন কো অর্ডিনেটর তানজিনা আক্তার শুরুতেই এই কর্মশালার উদ্দেশ্য বর্ণনা করেন। জনাব আব্দুল জলিল তার বক্তব্যে বলেন “শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। শিশু অধিকার নিশ্চিত এবং শিশুশ্রম হ্রাস করতে হলে সকলকে এই বিষয়টি উপলব্ধি করতে হবে এবং সকলকে একযোগে কাজ করতে হবে”।
সেভ দ্যা চিল্ড্রেন এর ম্যানেজার মামুনুর রশিদ পরবর্তীতে অপশনাল প্রোটোকল, এর প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, অপরাজেয় বাংলাদেশের শিশুশ্রম হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাব মাহবুবুল আলম ও চাইল্ড পার্লামেন্ট মেম্বার শাহরিয়ার তামিম সৌরভ জানান, জাতীয় শিশু আইন-২০১৩ বাস্তবায়নের মাধ্যমে অপশনাল প্রোটোকল-৩ এ স্বাক্ষর করার জন্য ইতিবাচক মতামত প্রদান করেন। ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম ও তারেক সোলায়মান সেলিম শিশুদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান করেন। বিশেষ অতিথি তাহমিনা বেগম তার বক্তব্যে জানান, সরকার অপশনাল প্রোটোকল-৩ এ স্বাক্ষর করবে কিনা এই বিষয়ে মতামত জানতে বিভাগীয় পর্যায়ে এই ধরনের কর্মশালা হচ্ছে। সকলের মতামত নিয়ে সরকার অপশনাল প্রোটোকল-৩ এ স্বাক্ষর করার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে। তিনি আরো জানান, সরকার শিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ধারাবাহিকভাবে এই ধরনের কার্যক্রমে চলমান থাকবে।