মেহেরপুরে ইউনিয়ন ভিত্তিক সারাদিন ব্যাপি জীবন দক্ষতা প্রশিক্ষন এবং সংলাপ প্রস্তুতি ওরিয়েন্টেশন।
হাসান মাহমুদঃ গত ১৪ সেপ্টেম্বর ২০১৫ মেহেরপুরের কুতুবপুর ইউনিয়নে সকাল ৯.০০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিন ব্যপি ইউনয়িন ভিত্তিক জীবন দক্ষতা প্রশিক্ষন এবং এক ওরিয়েন্টেশনের আয়োজন করে ‘সেভ দ্য চিল্ড্রেন’। এ ওরিয়েন্টেশনে ‘জীবন দক্ষতা’ এনসিটিএফ এর পূর্ণ ধারনা, কর্মকাণ্ড এবং এনসিটিএফ কয়টি স্তরে কাজ করে এবং কিভাবে কাজ করে এ বিষয়ে ইউনিয়ন কমিটির সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। বস্তুত আগামী মাসের শিশু সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলার সকল ইউনিয়ন কমিটির সদস্যরা তাদের ইউনিয়নের নীতি নির্ধারনি পর্যায়ে যারা আছে যেমন, চেয়ার ম্যান মহোদয়,মেম্বারগণ,ইউনিয়নের স্কুল প্রধানগণদের সাথে বসে, ঐ ইউনিয়নের শিশুদের পরিস্থিতি নিয়ে যেমন,
(১) ইউনিয়নে বাল্যবিবাহের কি পরিস্থিতি।
(২) ইভটিজিং।
(৩) শিক্ষা বিষায়ক পরিস্থিতি।
(৪) সীমান্তবর্তি এলাকা হওয়াই ‘মাদক দ্রব্য’ সহজলভ্য যা শিশুরা আশক্ত হচ্ছে এখান থেকে শিশুদের কিভাবে মুক্ত করা যায় সে বিষয়ে নিতিনির্ধারনী পর্যায়ে আলোকপাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলো ‘কুতুবপুর ইউনিযনের চেয়ার ম্যান মহোদয়, জনাব ইদ্রিস আলী, ইউনিয়ন সচিব এবং মেহেরপুর জেলা এনসিটিএফ কার্যনির্বাহি কমিটির সম্মানিত সভাপতি ‘মোঃ লাল মিয়া’ এ ওরিয়েন্টেশনকে ইউনিয়ন ভিত্তিক মিনি পার্লামেন্ট ও বলা যেতে পারে। এ ওরিয়েন্টেশনে সার্বিক সহযোগিতা করেন সেন্ট্রাল ইয়ুথ ভলিন্টার ‘শাইদুল ইসলাম শান্ত’।