Human Chain of NCTF to protect Children
To ensure child safety and protect them NCTF organized a Human Chain on 21st September at Chadgaon in Chittagong Division and with the support of ODEB and World Vision a meeting held on Child protection and safety issue.
NCTF Member of child parliament Sahariar Tamim Sourov raise voice regarding the most recent child abuse and torturing incident happening around Chittagong.
The chief guest Jobayda Nargis (Mayor) said that Government is aware about child safety issue. And for protect children they will consider the claim and proposal of NCTF members.
শিশু নির্যাতনের প্রতিবাদে ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এনসিটিএফ এর মানব বন্ধন ও আলোচনা সভা
শাহরিয়ার তামিম সৌরভ: সারাদেশে শিশু হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা জেলা এনসিটিএফ এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন ও ওডেব এর যৌথ সহযোগিতায় গত ২১ সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘাটিকার সময় চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দঁগাও থানা এলাকায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শাহরিয়ার তামিম সৌরভের সঞ্চালনায় ও মো:ওসমান এর সভাপতিত্বে উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা জোবাইদা নার্গিস খান, প্যানেল মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুদ্দিন খালেদ সাইফু কাউন্সিলর ৪নং ওয়ার্ড। আরও উপস্থিত ছিলেন আহাসানউল্লাহ হাসান, ক্রিষ্টপর খুইয়্যা ও মো: মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানের মেয়র জোবাইদা নার্গিস বলেন, শিশুদের সুরক্ষায় সরকার খুবই সচেতন। শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি আর এনসিটিএফ চট্টগ্রাম জেলার সকল সদস্যদের আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। তাদের সকল অভিযোগ-পরার্মশ আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব।
বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল খালেদ বলেন এনসিটিএফ এর এই ধরণের আয়োজনে আমি খুবই আনন্দিত। শিশুদের সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। ভবিষ্যতে যাতে আর কোনো শিশুকে নির্যাতনের সম্মুখীন হতে না হয় আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখব।
এনসিটিএফ শিশু সংশদ সদস্য শাহরিয়ার তামিম সৌরভ বলেন, সম্প্রতিকালে ঘটে যাওয়া এইসব শিশু নির্যাতনের ঘটনায় আমরা চট্টগ্রাম জেলা এনসিটিএফ কমিটি,৪নং ও ১৮নং ওয়ার্ড এনসিটিএফ কমিটি সহ বাংলাদেশের শিশুরা খুবই মর্মাহত।কী অপরাধ ছিল এদের ? যার জন্য এদের হত্যাসহ বিভ্ন্নি অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে? শিশু অধিকার লংঘনের এ বিষয়টি আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই সব অপরাধের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ জানাচ্ছি ।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উম্মে খায়রন, শর্মী, হ্যাপী, তানাজিয়া নওরিন, রাকিব, তাহমিনা, চৈতি বিশ্বাস মৌমিতা ঘোষ, বৃষ্টি, সহ প্রমুখ।
এদিকে আলোচনা সভা শেষে এনসিটিএফ জেলা কমিটি ৪নং ও ১৮নং ওয়ার্ড কমিটি চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করে।
এনসিটিএফ জেলা ভলান্টিয়ার আহসান উল্লাহ হাসান জানান, ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) একটি জাতীয় পর্যায়ের শিশু সংগঠন যা ৬৪ জেলা কমিটির মাধ্যমে সারাদেশে শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে সমস্যা সমাধানের সুপারিশসমূহ স্থানীয় ও জাতীয় পর্যায়ে তুলে ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারকদের কাছ থেকে সবসমসয় সহযোগিতা পেয়ে আসছে। আশা করি শিশুদের এ বিষয়টির একটি সুন্দর সমাধান পাবে।
উক্ত মানববন্ধন ও আলোচনা সভায় এনসিটিএফ জেলা কমিটি ৪নং ও ১৮নং ওয়ার্ড এনসিটিএফ কমিটির সদস্যরা অংশগ্রহণ করে।