বান্দরবান সরকারি শিশু পরিবার পরিদর্শণে এনসিটিএফ
তামান্না আক্তার : শিশু অধিকার বাস্তবায়নে ঠিক কতটা শক্ত পদেক্ষেপ গ্রহণ করা হয়েছে সে সন্ধানে এবার বান্দরবান সরকারি শিশু পরিবারে পাড়ি জমালো বান্দরবান জেলা এনসিটিএফ কমিটি ।শিশুরা আদৌ তাদের অধিকার ও মৌলিক চাহিদা পূরণে সক্ষম হচ্ছে কিনা সেই খোঁজেই ২১-০৯-১৫ ইং তারিখে সকাল ১০ টায় শিশু পরিবার পরির্দশনে যায়। বান্দরবান সরকারি শিশু পরিবার পরিদর্শণে ছিল এনসিটিএফ কমিটির সদস্যরা । এতিম ও অনাথ এসব শিশুরা কতটা সহানুভূতি পায় তা জানা ও ছিল পরিদর্শনের মূল লক্ষ্য।বান্দরবান, লামা,আলীকদম,থানছি ,রুমা,রোযাংছড়ি,নাইক্ষ্যংছড়ি প্রভৃতি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা অনাথ শিশুরা কি পাচ্ছে তাদের যোগ্য প্রাপ্য ? এনসিটিএফ কমিটির এই প্রশ্নের জবাবে শিশু পরিবারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মং এচিং (ছদ্মনাম) জানান “শিশুরা তাদের যোগ্য প্রাপ্যটাই পাচ্ছে। অন্ন ,বস্ত্র,শিক্ষা ,চিকিৎসা বাসস্থান ইত্যাদি বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে কোনো সংকটে নেই তাদের জীবনে ”বান্দরবান এনসিটিএফ কার্যকারী কমিটি শিশু পরিবার সংলগ্ন স্কুল পরির্দশন করে। সেখানে কাঠামোগত ত্রুটি পরিলক্ষিত হয়। স্কুলের ২য় তলায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন থাকলে ও রয়েছে পানির সংকট। আর পানিবিহীন টয়লেট ব্যবহার করে স্বাস্থ্যকর টয়লেট হয়ে পড়ছে অস্বাস্থ্যকর। শ্রেণিকক্ষে পাঠদানের সময় বেতের ব্যবহার লক্ষ্য করা হলে পাঠদানকারী শিক্ষিকা জানান বাচ্চাদের নিয়ন্ত্রণে ব্যবহার রাখার জন্যই রাখা হয়েছে। অন্যথা বেত দিয়ে শারীরিক শাস্তি দেয়ার প্রশ্ন ই উঠে না।
মানসম্মত ক্লাসরুম এবং পাঠদানে মনযোগী বৃদ্ধির ফলে শীঘ্রই অসহায় এসব শিশুরা অর্জন করবে সাফল্যের বিজয় মুকুট, এমন আশা ও ব্যক্ত করেন তিনি ২য় শ্রেণিতে পড়ুয়া ছাত্র যেন তারই একটি উদাহারণ পিতৃহারা মংমং (ছদ্মনাম) কে তার ভবিষ্যত পরিকল্পনা সর্ম্পকে জিজ্ঞাসা করা হলে নির্ভিকচিত্তে সে উত্তর দেয় “আমি বড় হয়ে শিক্ষক হতে চাই” ।বান্দরবান এনসিটিএফ কার্যকারী কমিটির সদস্যদের পরির্দশনের এই ছোট্র পদক্ষেপ জাতিকে জানাতে চায় একটি বৃহৎ সত্য আর তা হলো “প্রত্যেক শিশুই অন্তরে লালন করে একাট নির্দিষ্ট স্বপ্ন, কিন্তু তারা কতটা সফল হতে পারবে তা নির্ধারণ করে নিখুত চাওয়া,সত্যি তো এটাই যে আমরা চাই দারিদ্র্য অশিক্ষা এবং পশুত্ববিহীন মানবতার সোনার বাংলা,যা দেবে ভবিষ্যতের নাগরিক শিশুরা ” আসুন আমরা অনাথ সেসব শিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই ।আমাদের ক্ষুদ্র প্রায়াস তৈরি করবে ভবিষ্যতের নাগরিক সেই শিশুদের জীবন, যারা অন্তরে লালতি করে ।দেশকে এগিয়ে নেযার লুক্কায়িত স্বপ্ন