NCTF did an opinion sharing meeting With Deputy commissioner

National Children’s Task Force (NCTF) is rapidly growing towards a vast child organization for children. NCTF continue its activity throughout the country to establish child rights in Bangladesh. On 24th October 2015, NCTF Kisorgonj completed an opinion sharing meeting with the Deputy Commissioner (DC) of Kisorgonj regarding child rights and protection issues. Beside that NCTF narrated their yearly plan and activity to the DC. He (DC) said to the NCTF committee that they are free to come directly to him (DC) regarding child marriage issue and he will be always next to NCTF for their advocacy.


 

জেলা প্রশাসকের সাথে কিশোরগঞ্জ এনসিটিএফ  এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

তনিমা রব তোড়া : 

সকল শিশু সুরক্ষা এবং শিশু অধিকার বাস্তবায়ন এর লক্ষ্যে এনসিটিএফ একযোগে কাজ করে যাচ্ছে।  তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ এনসিটিএফ এর বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা নিবার্হী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক, শিশু গবেষক, শিশু সাংবাদিক, চাইল্ড পার্লামেন্ট মেম্বার এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ আরে অনেকে উপস্থিত ছিলেন। কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক  তনিমা রব তোড়া জেলা প্রশাসককে শিশুদের লেখা নিয়ে প্রকাশিত মুখপত্র, আমাদের গল্প পত্রিকা, বই এবং বার্ষিক পরিকল্পনা প্রদান করেন।

জেলা প্রশাসককে এনসিটিএফ এর কর্মকান্ড সর্ম্পকে অবহিত করা হয়।  এসময় কথা হয় গত এক বছরের কর্মকান্ড এবং কাজ করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার কথা। বাল্যবিবাহের বিষয়টি প্রথমত বিবেচনায় রেখে শিশু শ্রম, শিশু নির্যাতন, মাদক এবং ঝুকিপূর্ণ স্থানে শিশুদের উপস্থিতির হার বৃদ্ধি সহ বিভিন্ন আলোচনা তুলে ধরেন। শিশু গবেষক এবং সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরা হয়। জেলা প্রশাসক কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ কমিটিকে আশ্বস্ত করে বলেন, শিশুদের নিয়ে এমন একটি সংঘটনে তিনি যে কোন সহায়তা করার চেষ্টা করবেন। বাল্যবিবাহ সম্পর্কে তিনি বলেন, বাল্যবিবাহের যে কোন ঘটনা আমাকে সরাসরি জানাবে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দায়িত্ব আমার। এছাড়াও তিনি এনসিটিএফ কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের পড়ালেখার প্রতি অধিক মনযোগী হবার পরামর্শ দেন। জেলার নতুন জেলা প্রশাসকের  এমন আন্তরিক আলোচনা সভা কমিটির সকলের মনে সক্রিয়ভাবে কাজ করার অনুপ্রেরনা জাগিয়েছে ।