বাল্য বিবাহ রোধে ডিজিটাল প্রচারণা
একটি বাল্য বিবাহ দেশের অভিসাপ স্বরূপ বিবেচ্য হয়ে থাকে । দেশ যখন আসনের দিকে অনেক কিছুই পিছুটান দেওয়ার চেষ্টা করে বা করে থাকে আর এইসব পিছুটানের মধ্যে অন্যতম কারণ বাল্যবিবাহ । অদ্য ১ই অক্টোবর দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর সাথে কুষ্টিয়া জেলা তথ্য অফিস এর সিনিয়র তথ্য অফিসার জনাব তৌহিদ্দুজ্জামান মহদয়ের সাথে সাক্ষাত সভা অনুষ্ঠিত হয় । এ সময় কুষ্টিয়া জেলার বিভিন্ন কার্যক্রম ও সাফল্য গুলো তুলে ধরা হয়।
তাছাড়া বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা এবং প্রতিরোধ সম্পর্কেও আলোচনা করা হয়ে থাকে । এসময় কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর পক্ষ থেকে কুষ্টিয়া জেলার প্রত্বন্ত গ্রাম এলাকার স্কুল গুলোতে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনা সৃষ্টি করা , নাটিকা প্রদর্শন করা এবং এনসিটিএফ কতৃক চালু কৃত বাল্য বিবাহর জন্য হটলাইন নাম্বার প্রচারনার জন্য কুষ্টিয়া জেলা তথ্য অফিসকে সহযোগীতার পাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয় । এ প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার জনাব তৌহিদ্দুজ্জামান । কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর শিশুরা প্রতি মাসে কুষ্টিয়ার গ্রাম অঞ্চলের অন্তত্য পক্ষে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রচারণার জন্য কাজ করে থাকবে । এদিকে প্রচারনার জন্য পরিবহন সহ ব্যাবহারের জন্য সকল সামগ্রী তথ্য অফিস সরবারহ করবে বলে জানিয়েছে । এই প্রচারণার ফলে কুষ্টিয়া জেলার বাল্যবিবাহের হ্রাস পাবে এবং কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর নির্দিষ্ট হটলাইনের প্রচার হবে। এই সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা এনসিটিএফ এর সভাপতি মুসাব্বির হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম , শিশু সাংবাদিক সাজিদ হাসান এবং শিশু গবেষক আসিফ খন্দকার।