ব্রাহ্মণবাড়িয়া বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু

মাকসুদা চৌধুরী পলি: শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমী ও এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে গত ১১ অক্টোবর (রবিবার) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চারদিন ব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গনে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। অসংখ্য শিশুর অংশগ্রহণে চিত্রাংকন, ছড়া-পাঠ এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মূক-বধির এবং প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে বিশেষ কর্মসূচী পালন করা হয়। এছাড়া সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে আলাদাভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জহিরুল ইসলাম খান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইনের সভাপতিত্বে এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার জেলা ভলান্টিয়ার অজিত চন্দ্র বিশ্বাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং শিশু সংগঠক এড. লোকমান হোসেন এপিপি প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্ব পরিচালনা করে এনসিটিএফের সদস্যরা। এসময় এনসিটিএফের উপদেষ্টা, সাধারণ সদস্যসহ উপস্থিত ছিলেন এনসিটিএফ শিশু গবেষক কোর কমিটির সভাপতি এবং এনসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান। উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জহিরুল ইসলাম খান  শিশুদের সৃজনশীলতা বিকাশে মায়েদের ভূমিকার কথা স্মরন করেন। পাশাপাশি শিশু বান্ধব সমাজ গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য দুপুর ৩.৩০ ঘটিকায় অর্ধশত সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে বিভিন্ন খেলা পরিচালনা করে এনসিটিএফ। আরো ছবি দেখতে এখানে ক্লিক করুণ ( Click here to watch more photos)

ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো নিউজ:

উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ উপ-কমিটি গঠন ও বরণ

এনাসিটিএফ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি শিক্ষার্থী এবং মা সংবর্ধনা অনুষ্ঠিত

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ

প্রত্যেক সাংবাদিককেই দেশ প্রেমিক হতে হবে

 

1 reply

Comments are closed.