বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ উদযাপনে এনসিটিএফ নোয়াখালী.
আবদুল্লাহ আল মুহাইমিনঃ আজ ১৭অক্টবার২০১৫ অনুষ্ঠিত হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫ । প্রথম বারের মত নোয়াখালীতে ন্যশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্সের (এনসিটিএফ) উদ্দ্যেগে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিশু বিষক কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন ‘আজকের শিশু আগামি দিনের ভবিষৎ তাই আজ থেকেই শিশুদের গড়ে তুলতে হবে প্রকৃত মানুষ হিসেবে, না হলে আগামিতে আমাদের ভবিষ্যত প্রজন্ম দেশের হাল ধরতে পারবে না আর যার বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতি সহ সর্বক্ষেত্রে’।
ভিন্নধর্মী অনুষ্ঠনের অংশ হিসেবে ছিল সুবিধা বঞ্চিত শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান,ব্যাং লাফ, চকলেট লাফ, বালিশ খেলা। খেলার বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেয় ডিষ্ট্রিক ভলানটিয়ার ও শিশু বিষয়ক কর্মকর্তা। বাকিদের হাতে সান্ত্বনা পুরষ্কার তুলে দেয় এনসিটিএফ সদস্যরা। পরে শিশুদের নিয়ে আনন্দ অনুষ্ঠান করে ও তাদের চাওয়া-পাওয়া অপূর্ণতা নিয়ে কথা জানতে চায় এনসিটিএফ নোয়াখালী কমিটির সদস্যরা।