চট্টগ্রামের শিুশুদের সমস্যা সমাধান এনসিটিএফ কে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জেলা প্রশাসক।
শাহরিয়ার তামিম সৌরভঃ গত ৪ই নভেম্বর বাংলাদেশ শিশু একাডেমী মিলায়তনে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) চট্টগ্রাম জেলার আয়োজনে এবং বাংলাদেশের শিশু একাডেমী সেভ দ্যা চিলড্রেন, প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় শিশু অধিকার বিষয়ক জবাবদিহিতামূলক অধিবেশন অনুষ্টিত হয়।ইয়ুথ ভোলান্টিয়ার নার্গিস আক্তার রনির সঞ্চলনায় এবং সংগঠনের সভাপতি বাপ্পী দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্টোপলিটন অতিরিক্ত পুলিশ (উত্তর) এর ডেপুটি কমিশনার, এন সিটি এফ চট্টগ্রামের উপদেষ্টা ডাঃ এ. কিউ. এম সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, ওয়ার্ড কাউন্সিলর সাইদ গোলাম হায়দার মিন্টু, গিয়াসউদ্দিন, আবিদা আজাদ, মাছরাঙ্গা টেলিভিশনের ষ্টেশন ইনচার্জ তাজুল ইসলাম, ডেইলি স্টার এর ব্যুারোচিফ দৈপায়ান বড়–য়া রনি, সাংবাদিক রনজিৎ কুমার শীল, এবং প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়া প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, অভিবাবকবৃন্দ, এনসিটিএফ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সভার উপস্থিত এনসিটিএফ সদস্যবৃন্দ চট্টগ্রামের শিশুদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। যেমনঃ স্কুল-মাদ্রাসার সামনে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল, ওভার ব্রীজ, ইভটিজিং, ফেসবুকে হয়রানি, স্কুলের সামনে ডাষ্টবিন, গৃহকর্মী শিশুদের নির্যাতন এবং ঝুকিপূর্ণ শ্রমের তালিকায় গৃহশ্রমকে অর্ন্তভুক্ত করণ এবং গার্মেন্টসে শিশুদের যেন শ্রমিক হিসেবে ব্যবহার করা না হয়।
এর উত্তরে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, চট্টগ্রাম অঞ্চলে শিশুদের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এনসিটিএফ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নগরীর দেওয়ানহাটস্থ ডিটি রোড়ে অবৈধভাবে রাখা সরঞ্জাম জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বিত প্রচেষ্ঠায় উচ্ছেদ করা হবে। ইভটিজিং প্রতিরোধের যে আইন রয়েছে সে আইনের প্রচারনার জন্য সকল স্কুলে লিফলেট বিতরণ করা হবে ও স্থানীয় টিভি চ্যানেল সিসিএল এ প্রচার করা হবে। আর গার্মেন্টস এ যাতে কোন শিশু শ্রমিক রাখা না হয় এ ব্যাপারে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সভায় উপস্থাপন করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (উত্তর) এর অতিরিক্ত ডেপুটি কমিশনার জনাব তারেক আহমেদ শিশুদের জন্য আলাদা হট লাইনের ব্যাপারে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
এনসিটিএফ শিশুদের বক্তব্যে শাহরিয়ার তামিম সৌরভ জানান, ন্যাশনাল চিলড্রেন’স টার্সফোর্স (এনসিটিএফ) একটি জাতীয় পর্যায়ের শিশু সংগঠন। যা ৬৪ জেলা কমিটির মাধ্যমে সারাদেশের শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং করে সমস্যা সমাধানের জন্য স্থানীয় জাতীয় পর্যায়ে তুলে ধরি।এরই ধারাবাহিকতায় আমার এই অধিবেশনের আয়োজন করি। আমরা আশা করব সম্মানিত অতিথিরারা আমাদের দায়িত্ববান অবিভাবক হিসেবে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও শিশু সুরক্ষায় বলিষ্ট ভূমিকা রাখবে।