“ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫” উদযাপন করলো গোপালগঞ্জ এন সি টি এফ
Ifat Ara : “শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ” এই প্রতিপাদ্য বিষয় সামনে সারা বাংলাদেশে একযোগে উদজাবিত হল বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৫। বাংলাদেশ শিশু একাডেমী ও গোপালগঞ্জ জেলা প্রশাসন সম্মিলিত আয়োজনে অংশগ্রহন করে জেলার বিভিন্ন বিদ্যলয়ের শতাধিক শিশু শিক্ষার্থী। শিশু সমাবেশ ও র্যালি এর মধ্যদিয়ে শিশু দিবস এর আনুষ্ঠানিকতার শুরু হলেও দিনটি ছিল জেলা এন সি টি এফ এর নিজস্ব আয়োজনে ভরপুর।সকাল ১০।৩০ মিনিটে ৬ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্যালেন্ট শো । বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিশু এতে লটারির মাধ্যমে বিচারক দের সামনে প্রতিভা তুলে ধরে।বেলা ১২ টায় এন সি টি এফ এর নির্বাহী কমিটির অংশগ্রহণে “ বাংলাদেশের শিশুরা মৌলিক অধিকার পাচ্ছে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা আয়জন করে। বিতর্কে উঠে আসে বর্তমান প্রেক্ষাপটে শিশুদের মৌলিক অবস্থার পক্ষে ও বিপক্ষে । সম সময়েই রাজন হত্যা, ফেলানি হত্যা, চিকিতস্যা , ধর্ষণ, শিক্ষাবস্থা, দুর্ঘটনা ইত্যাদি।যুক্তি ও উপস্থাপনার মধ্যা দিয়ে বিপক্ষ দল জয় লাভ করে ।