Web management training for children
Web Management and documentation training held on 14 & 15 December 2015 at Adabor in Dhaka. Selected NCTF members are managing a knowledge platform (http://nctfbd.org/) to share their news widely. Regular activities, achievements, self-initiative activities of 64 districts are now shared in this website by the children. In addition NCTF member’s refresh their learning on web content, Case story, report develop. Training ended with the certificate distribution among the participants who successfully managed web site and develop regular content.
ওয়েব ম্যানেজমেন্ট এবং ডকুমেন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত
জাওয়াদুল করিম জীসানঃ ১৪-১৫ই ডিসেম্বর ঢাকার আদাবরের এসপিইডি-আরআরটিসি (SPED-RRTC) প্রশিক্ষণ কেন্দ্রে ২য় বারের মত “NCTF Web Management and Documentation Training” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমী, ম্যাসলাইন মিডিয়া সেন্টার (এম.এম.সি) ,প্ল্যান ইন্টারন্যাশনাল এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর আয়োজনে ২দিনের এই প্রশিক্ষণে অংশ নেয় এনসিটিএফ ওয়েবসাইট ম্যানেজমেন্ট টিম এর সদস্যবৃন্দ।
প্রশিক্ষনে ওয়েবসাইট ম্যানেজমেন্ট এর প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষনার্থীদের শেখানো হয়। মুলত এনসিটিএফ এর ওয়েবসাইট এনসিটিএফবিডি.ওআরজি (nctfbd.org ) পরিচালনায় এনসিটিএফ এডিটরিয়াল টিম কে দক্ষ করে তোলাই ছিলো এই প্রশিক্ষণ এর মূল লক্ষ্য।এছাড়াও(nctfbd.org )তে পাঠানো সর্বাধিক নিউজ প্রদানকারী বাছাইকৃত শিশু সাংবাদিকদের তাদের লেখা পাঠানোর দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেয়া হয়।
সেভ দ্য চিলড্রেন এর মিডিয়া এবং নলেজ ডেভলপমেন্ট ম্যানেজার আফরোজা শারমিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালাটির সার্বিক দায়িত্বে ছিলেন এম.এম.সি এর প্রকল্প সমন্বয়কারী মৃন্ময় মহাজন এবং প্রকল্প কর্মকর্তা সাইফ মাহদী।