Winter cloth distribution among children

NCTF distributed winter cloth among fifty disadvantage childrens on 15 December in Khulna district. This self initiated activity aim to support disadvantage children. Dr. Masud, Professor,Khulna University of Engineering and Technology attended as a chief guest this child led event.


অর্ধ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এনসিটিএফ এর শীতবস্ত্র বিতরণ

123

১৬ ডিসেম্বর ২০১৫ বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে খুলনা এনসিটিএফ, বাংলাদেশ শিশু একাডেমী ও  রুপান্তর এর সহযোগীতায় পথ শিশুদের সাথে বিজয়ের আনন্দ বিনিময় ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাসুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল আলম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা। সভাপতিত্ত্ব করেন রকিবুল ইসলাম, সভাপতি এনসিটিএফ, খুলনা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খুলনা এনসিটিএফ সুনামের সহিত খুলনার শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। পরবর্তিতে তিনি বলেন এনসিটিএফ যাতে আরো ভাল কাজ করতে পারে তার প্রত্যয় ব্যক্ত করেন।