No More Child Violence

“No more violence only Protest” with this motto National Children’s Task Force organized a gathering and rally on 17 December 2015. Through these initiatives children began a protest to eliminate child violence from local level.


নওগাঁয় শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র‍্যালি

শরিফ সিকদার :“আর নয় শিশু নির্যাতন, এবার শুধুই প্রতিরোধ”  এই স্লোগানকে প্রতিপাদ্য করে নওগাঁ জেলার শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে এনসিটিএফ এর উদ্যোগে শিশু সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।১৭ ডিসেম্বর  সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ শিশু একডেমী,নওগাঁ হতে এক বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি কেডি মোড়, মুক্তির মোড়, বাটার মোড় ও সোনার পট্টি হয়ে শিশু একাডেমীতে এসে শেষ হয়।র‍্যালিতে উপস্থিত ছিলেন এনসিটিএফ এর উপদেষ্টা মন্ডলীয় সদস্য জানাব শরিফুল ইসলাম খান,  কায়েস উদ্দিন ও  শরিফুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ তৌহিদুল ইসলাম।এছাড়াও এনসিটিএফ নওগাঁর কার্যনির্বাহী কমিটির সদস্য সহ  সাবেক কমিটির সভাপতি আনিকা বুশরা এবং ডিভি মোঃ শরিফ সিকদার শাহিন উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবস এনসিটিএফ এর প্রতিষ্ঠা ও শিশু পথিক প্রত্রিকার ৯ম জন্মবার্ষিকী উদযাপন করলো এনসিটিএফ, খুলনা।

আজ বিকাল ৪.০০টায় বাংলাদেশ শিশু একাডেমী, খুলনায় স্বাধীনতা দিবস এনসিটিএফ এর প্রতিষ্ঠা ও শিশু পথিক প্রত্রিকার ৯ম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল আলম, জেলা শিশু ব্ষিয়ক কর্মকর্তা বাংলাদেশ শিশু একাডেমী, খুলনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল মাজেদ, লাইব্রেরীয়ান কাম মউজিয়াম কীপার, খুলনা। অনুষ্ঠানের শুরুতে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালনা করা হয়। কেক কেটে শিশুদের নিয়ে বিভিন্ন আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিদুল ইসলাম মৃদুল।

সৌরভ সাহা
শিশু সাংবাদিক
এনসিটিএফ, খুলনা।