এনসিটিএফ নওগাঁ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নাহিদা বকুল, শিশু সংবাদিক, নওগাঁঃ ২৩ ডিসেম্বর  সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ কার্যালয়ে এনসিটিএফ নওগাঁ এর বার্ষিক কর্মপরিকল্পনা সভা-২০১৫ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মপরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন এনসিটিএফ নওগাঁ এর সম্মানিত উপদেষ্টা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, রফিকুদ্দৌলা রাব্বি, কায়েস উদ্দিন, উত্তম সরকার ও অধ্যক্ষ শরিফুল রহমান, এনজিও এর প্রতিনিধি এসএম ইদ্রিস আলী, সাবেক সভাপতি আনিকা বুশরা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন রূপস। আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সিওয়াইভি নুসরাত জাহান বৃষ্টি, ওয়াইভি মোঃ শরিফ সিকদার শাহিন ও মিফতাহুল জান্নাত তুলি।এছাড়াও বিভিন্ন স্কুল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এনসিটিএফ নওগাঁর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

IMG_4520

উপদেষ্টা মন্ডলীর মধ্যে অধ্যক্ষ শরিফুল রহমান ভাজপত্র প্রকাশের জন্য অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন ও বাল্যবিবাহ রোধে প্রয়োজনে শিশুদেরকে বিনামূলে পাঠদান এবং শিক্ষার উপকরণ প্রদান করবেন এবং  সার্বিক সহযোগীতা ও সবসময় পাশে থাকার আশা ব্যক্ত করেছে উপদেষ্টা পরিষদ।