হবিগঞ্জে শিশু অধিকার লঙ্গনের প্রতিবাদে শিশু সমাবেশ ও র্যালি
সারা পৃথিবীতে প্রতিনিয়তই বাড়ছে শিশু নির্যাতন । প্রতিদিন খবরের কাগজে ভেসে আসে শিশুদের লাঞ্ছনা, বঞ্চনার ইতিকথা । নিম্ন ও ছিন্নমূল পরিবারের শিশুদের প্রতি অবৈধ ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে ক্ষমতার গ্যাঁড়াকল । শিশুদের সম্পর্কে অসচেতন হয়ে শিশু অধিকার লঙ্ঘনের মাধ্যমে সমাজকে কলুষিত করছে সমাজের অনেকেই ।
এ সকল অধিকার লঙ্ঘনের প্রতিবাদে র্যালী করেছে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স, হবিগঞ্জ জেলা শাখা । গত ২৭ ডিসেম্বর প্রতিবাদ র্যালী টি স্থানীয় জেলা প্রেস ক্লাব সংলগ্ন সড়ক হতে শহর প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমী প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয় ।
উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় নব নির্বাচিত সহ-সভাপতি সাদিয়া মোমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজনের সঞ্চালনায় বক্তব্য বক্তব্য রাখেন জেলা শিশু কর্মকর্তা ইসরাত জাহান , আবাস এর চেয়ারম্যান বাহাউদ্দিন সেলিম , সাংবাদিক জিয়া উদ্দিন দুলাল , সাংস্কৃতিকর্মী শেখ ওসমান গনি রুমী , তানভীর মোর্শেদ মুন্না , ভলেন্টিয়ার আব্দুল জাব্বার চৌধুরী রাজিব , ভলেন্টিয়ার সামিয়া সাবনাজ চৌধুরী , সাবেক সভাপতি মিজানুর রহমান আরিফ , সাবেক সহ সভাপতি নবনীতা দাশ , অর্নব সিদ্দিকী, মশিউর রহমান তুলিপ , মীর জান্নাত তাহসীন , তাহসীনা তারনুমা তাম্মী , তাসপিয়া তামান্না , মাহবুবুর রহমান হাসান , সৈয়দ মাহদী , মুশফিকুর রহমান তুহিন প্রমুখ ।
এ সময় বক্তারা অচিরেই শিশু অধিকার লঙ্ঘন বন্ধ আহবান জানান অন্যতায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন ।