এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর প্রেস কনফারেন্স

বিজন ঘোষঃ ০১ জানুয়ারি শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে এনসিটিএফ ‪‎চাঁপাইনবাবগঞ্জ ‬এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘প্রেস কনফারেন্স’।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃশফিকুল আলম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃশাহ আলম,অবসরপ্রাপ্ত শিক্ষক,নবাবগঞ্জ সরকারি কলেজ,চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃ মোশফিকুর ইসলাম,প্রতিষ্ঠাতা সভাপতি,চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল; ডঃমাযহারুল ইসলাম তরু,বিভাগীয় প্রধান,বাংলা বিভাগ,নবাবগঞ্জ সরকারি কলেজ,চাঁপাইনবাবগঞ্জ।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দৃষ্টি,দৈনিক বাংলাদেশ প্রতিদিন,চ্যানেল আই,মাছরাঙা টেলিভিশন,যমুনা টেলিভিশন-এর প্রতিনিধিগণ। অনুষ্ঠানের প্রথমে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সানজিদা আলম শাওন এনসিটিএফ-এর প্রেক্ষাপট ও কাজের বর্ণনা দিয়ে তাঁর স্বাগত বক্তব্য পেশ করেন। তারপর নবনির্বাচিত কমিটির সভাপতি বিজন ঘোষ প্রেস কনফারেন্স’-এর ‘প্রেস নোট’ সকলের সামনে উপস্থাপন করেন এবং তাঁদের কর্মসূচি ও শিশু অধিকার নিয়ে এনসিটিএফ  যেন ভালোভাবে কাজ করতে পারে সেজন্য সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করেন। পরে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান উপদেশ ও পরামর্শ দান করেন।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর নির্বাচন অনুষ্ঠিত

বিজন ঘোষঃ ০১ জানুয়ারি  শুক্রবার এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শফিকুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা;মোঃ শাহ আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক,নবাবগঞ্জ সরকারি কলেজ এবং মোঃ মোসফিকুর ইসলাম,প্রতিষ্ঠাতা,মুক্ত মহাদল,চাঁপাইনবাবগঞ্জ।

42a2e8f0-1826-45b1-909a-87ec80fde171

ভোট গণনা চলছে।

এছাড়াও সহযোগীতা করেন এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ-এর জেলা ভলান্টিয়ার কুমারজিৎ ঘোষ জয় ও নিবেদিতা ঘোষ পূজা । শান্তিপূর্ণ,উৎসাহ-উদ্দীপনা ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। মোট ১১টি পদে  নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে প্রতিটি পদে তাঁদের পছন্দমত প্রার্থীকে ভোট দেয়।

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর নব নির্বাচিত কমিটির সদস্যদের নামের তালিকাঃ
১. সভাপতি: বিজন ঘোষ
২. সহ-সভাপতি: ফারিয়া পারভিন
৩. সাধারণ সম্পাদক: সানজিদা আলম শাওন
৪. যুগ্ম-সাধারণ সম্পাদক: মেহেদি হাসান
৫. সাংগঠনিক সম্পাদকঃ ইমতিয়াজ আহমেদ
৬. চাইল্ড পার্লামেন্ট (ছেলে): আক্তারুল ইসলাম সনি
৭. চাইল্ড পার্লামেন্ট (মেয়ে): মেরাজুন নেশা
৮. শিশু গবেষক (ছেলে): মাহমুদুল হাসান
৯. শিশু গবেষক (মেয়ে): শারমিন খাতুন
১০. শিশু সাংবাদিক (ছেলে): রাফিউল হাসান
১১. শিশু সাংবাদিক (মেয়ে): সুমি আক্তার শিফা