শিশুদের সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগীতা করা হবে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব দেবদাস ভট্টাচার্য্য বলেন, চট্টগ্রামে শিশুদের যাবতীয় সমস্যা সমাধান করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সহায়তা করা হবে। মাদক গ্রহণ থেকে শিশুদের বিরত রাখতে সব ধরনের কৌশল অবলম্বন করা হবে।
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স( এনসিটিএফ) চট্টগ্রাম জেলা কমিটির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। গত ১৭ জানুয়ারী দুপুরে চট্টগ্রামের শিশু অধিকার পরিস্থিতি জ্ঞাপনের লক্ষে এনসিটিএফ সদস্যরা সিএমপি কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চাইল্ড পার্লামেন্ট সদস্য শাহরিয়ার তামিম সৌরভ, আইনুন নিশাত সিনান এবং মুকাদ্দেসুর রহমান প্রমুখ।
এসময় তিনি আরো বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষে এনসিটিএফ যে সকল কাজ করে যাচ্ছে তা খুবই চমৎকার। তাদের এই কাজে তারা সফল হবেই।
সাক্ষাৎ শেষে সিএমপির অতিঃ পুলিশ কমিশনারের হাতে এনসটিএফ এর কেন্দ্রীয় প্রকাশনা “আমাদের খবর” তুলে দেন এনসিটিএফ চট্টগ্রামের সদস্যরা।