বাল্য বিবাহ প্রতিরোধে কনফারেন্স
আদ্য সকাল ১০ টায়, জেলা প্রসাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো শিশু সহিংসতা প্রতিরোধ কল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরন কর্মসূচি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল সামাদ ( বিভাগীয় কমিশনার খুলনা ), মুল প্রবন্ধ উপস্থাপনা করেন – ডাঃ মোঃ আমিনুল ইসলাম ( কর্মসূচি পরিচালাক মহিলা ও শিশু মন্ত্রনালয়) এবং অনুষ্ঠানে সভাপতি জেলা প্রসাসক মহদয়ের অনুপস্থিততে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রসাসক খুলনা। উক্ত অনুষ্ঠানে শিক্ষক, কাজী, পুরহিত, নানা জিও, এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে খুলনা এনসিটিএফ এর ছয়জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। শিশুদের পক্ষ থেকে বক্তব্য প্রতান করে – দীপন দে (শিশু গবেষক, খুলনা এনসিটিএফ) এবং এইচ. এম লিটন হাওলাদার ( চাইল্ড পার্লামেন্ট খুলনা এনসিটিএফ)।
এখানে বাল্য বিবাহ প্রতিরোধে নানামুখি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয় এবং বাল্য বিবাহ প্রতিরোধক আইন সম্পর্কে বিশ্লেষন করা হয়। সরকারের নানামুখি পদক্ষেপের কথাও বলা হয়। বালিকা বধু নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয় উক্ত অনুষ্ঠানে।
দীপন দে, শিশু গবেষক -খুলনা এনসিটিএফ।