চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিটিএফ কমিটির স্কুল কমিটি গঠন
বিজন ঘোষ # সভাপতি # এনসিটিএফ # চাঁপাইনবাবগঞ্জ : গত ২৮ এপ্রিল,২০১৬ চাঁপাইনবাবগঞ্জ_জেলা_এনসিটিএফ কমিটির সদস্যগণ ও জেলা ভলান্টিয়ারের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে সাধারণ সদস্যফর্ম বিতরণ করা হয় এবং ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘স্কুল কমিটি’ গঠন করা হয়। এ সময়ে আমাদের সাথে ছিলেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রোকসানা আহমেদ। বিদ্যালয় তথা চাঁপাইনবাবগঞ্জের শিশুদের নেতৃত্ব দিতে পারবে,এরকম শিক্ষার্থী নিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটির সকলে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জের সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। সেই সাথে,অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ ভবিষ্যতে এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জকে সবরকম কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
স্কুল কমিটির ১১ জন সদস্যদের নাম ও তাদের পদবী নিম্নে উল্লেখ করা হলোঃ
১. সভাপতি : আব্দুল্লাহ আল-মামুন (৯ম শ্রেণি)
২. সহ-সভাপতি : ফেরদৌসা ওয়াহিদ দিশা (৯ম শ্রেণি)
৩. সাধারণ সম্পাদক : জাকিয়া ইসরাত (৯ম শ্রেণি)
৪. যুগ্ম-সাধারণ সম্পাদক : আবরার মাহির (৯ম শ্রেণি)
৫. সাংগঠনিক সম্পাদক : ইমরান আহমেদ (৯ম শ্রেণি)
৬. চাইল্ড পার্লামেন্ট (ছেলে) : মোস্তাফিজুর রহমান (৮ম শ্রেণি)
৭. চাইল্ড পার্লামেন্ট (মেয়ে) : বিথী ঘোষ (৯ম শ্রেণি)
৮. শিশু গবেষক (ছেলে) : আব্দুর নাঈম (৮ম শ্রেণি)
৯. শিশু গবেষক (মেয়ে) : ইসরাত জাহান আঁখি (৮ম শ্রেণি)
১০. শিশু সাংবাদিক (ছেলে) : সাব্বির রশিদ (৮ম শ্রেণি)
১১. শিশু সাংবাদিক (মেয়ে) : শরিফা আক্তার (৯ম শ্রেণি)