এনসিটিএফ রাজশাহীর সাথে ইয়ুথ গ্রুপের সভা অনুষ্ঠিত
গত ৩১ মে সকাল ১০ ইনসিডেন্ট বাংলাদেশ এর আয়োজনে এনসিটিএফ রাজশাহী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইয়ুথ গ্রুপের সাথে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় ইয়ুথ গ্রুপ এবং এনসিটিএফ তাদের কাজের ক্ষেত্রে একে অপরের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে এনসিটিএফ শিশু গবেষনায় এখন থেকে ইয়ুথ গ্রুপ তাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবে বলে জানায়। সভায় এনসিটিএফ কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য উপস্থিত ছিল। এছাড়া সভায় উপস্থিতি ছিলেন উমা রানী দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহী, মোঃ মোস্তাফিজুর রহমান, ফোকাল পার্সন, ইনসিডেন্ট বাংলাদেশ, মোঃ হেলাল শান্ত, যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক কর্মকর্তা, ইনসিডেন্ট বাংলাদেশ, মোঃ মোস্তাফিজুর রহমান, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার, এনসিটিএফ প্রকল্প, সেভ দ্য চিলড্রেন। ইয়ুথ গ্রুপ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত শিশু নিকেতন এর শিশুদের নিয়ে একটি এনসিটিএফ স্কুল কমিটি গঠন করার প্রস্তাব রাখেন। আগামী ৪ মে এনসিটিএফ রাজশাহী শিশু নিকেতন পরিদর্শন এবং স্কুল কমিটি গঠন করবে বলে জানায়। এছাড়া এখন থেকে এনসিটিএফ এর সকল কর্মকান্ডে ইয়ুথ গ্রুপকে জানানো হবে। আনন্দমুখর বিনোদনের মাধ্যমে সভার শেষ হয়।