সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রয়াস খুলনা এনসিটিএফ এর (Small attempt to bring smile on the face of the underprivileged children of Khulna NCTF)
একটু ছোট উদ্দোগ পারে কিছু সুবিধা বঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে। সেই মধুর হাসিটা দেখার জন্য আমরা একটা ক্ষুদ্র প্রয়াস গ্রহন করলাম। তারই ধারাবাহিকতায় অর্ধ শতাধিক শিশু মুখে আম তুলে দিতে সক্ষম হলাম আমরা। পারবোনা হাজারটা শিশুর মুখে হাসি ফোটাতে কিন্তু আমাদের সামর্থ অনুযায়ী আজ অর্ধশতাধিক শিশুর মুখে গ্রীষ্মকালীন ফল আম তুলে দিয়ে হাসি ফোটানের ক্ষুদ্র প্রয়াস নিলাম মাত্র। খুলনা এনসিটিএফ এর ডিষ্টিক ভলেন্টিয়ার লায়লা আক্তার সিগ্ধা ও খুলনা এনসিটিএফ এর সভাপতি এইচ এম লিটন হাওলাদারে উদ্দোগে সুবিধা বঞ্চিত শিশুদের আম এবং কেক দেওয়া হয় কাল। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইওথ গ্রুপের স্কুলেরসকল সুবিধা বঞ্চিত শিশুদের প্রদানকরা হয় এ ফল। এ সময় শিশুদের কিছু দিক নির্দেশনাও প্রদানকরেন সভাপতি – এইচ এম লিটন হাওলাদার। সেখানে আরো উপস্থিত ছিল খুলনা এনসিটিএফ এর উপদেষ্টারা। এই সল্প একটা উদ্দোগে তারা অনেক খুশি।
[Maybe something a little smaller initiatives to bring smile to underprivileged children. The sweet smile to see that we have taken a small effort. Over half of children in the face of the continuation of mangoes that we are able to give. But we can not afford to bring smiles to the face of a thousand children under the mango fruit over the summer with a smile on the face of this century’s photanera auction only a small effort.]