এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে দুঃস্থ শিশুদের ঈদবস্ত্র বিতরণ

৪-০৭-১৬ ইং তারিখ,সোমবার,জেলা শিশু একাডেমী ভবনের এনসিটিএফ হলরুমে জেলা শিশু একাডেমীর সহযোগীতায় #এনসিটিএফ_চাঁপাইনবাবগঞ্জ-এর পক্ষ থেকে ২৫জন শিশুকে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল আলম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,চাঁপাইনবাবগঞ্জ, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক জনাব মোঃসিরাজুল ইসলাম,সহকারী অধ্যাপক (অবঃ),শাহনেয়ামুতুল্লাহ কলেজ,চাঁপাইনবাবগঞ্জ; জনাব মোঃআমিনুল ইসলাম,জেলা প্রতিনিধি,সমকাল ও একুশে টেলিভিশন,চাঁপাইনবাবগঞ্জ।এছাড়া এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও জেলা ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।আমাদের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সবসময় আমাদের পাশে থেকেছেন
প্রফেসর ডঃ মাযহারুল ইসলাম তরু,বিভাগীয় প্রধান,বাংলা,নবাবগঞ্জ সরকারি কলেজ; জনাব মোহিত কুমার দাঁ,বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক;জনাব মোঃ শাহ আলম,শিক্ষক (অবঃ),নবাবগঞ্জ সরকারি কলেজ; জনাব মোঃ মোসফিকুর রহমান,সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদল; শাহনাজ বেগম,সহকারী প্রধান শিক্ষক,নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ; রোকসানা আহমেদ,প্রধান শিক্ষক,গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়,চাঁপাইনবাবগঞ্জ;মোঃমারুফুল ইসলাম,প্রধান শিক্ষক,নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,চাঁপাইনবাবগঞ্জ-সহ আরও অনেকে।
সকলকে এনসিটিএফ,চাঁপাইনবাবগঞ্জ-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এনসিটিএফ কুষ্টিয়া জেলার ঈদ বন্ত্র বিতরণ ও মেহেদী উৎসব

৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ), কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৩০ জন দুস্থ, সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক প্রদান এবং মেহেদী উৎসব অনুষ্ঠিত হয় । এই উৎসবে শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণের পাশাপাশি, হাতে মেহেদী পড়িয়ে দেওয়া হয়।নতুন পোশাক আর মেহেদীরাঙা হাত নিয়ে শিশুদের মুখের হাসি সত্যি দেখার মতো ছিল। এন.সি.টি.এফ কুষ্টিয়া জেলা কমিটির সদস্যরা অতি আন্তরিকতার সাথে কার্যক্রমটি সম্পাদন করেন এবং শিশুদের সাথে আনন্দে মেতে ওঠেন্। এ প্রসঙ্গে এন.সি.টি.এফ কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ শুভ্র বলেন, “ঈদ মানে খুশী, আর খুশী বিলিয়ে দেওয়ার মধ্যেই আনন্দ। নতুন জামা পেয়ে, হাতে মেহেদী নিয়ে শিশুরা যে পরিমান খুশী হয়েছে তা নিজের চোখে দেখলে মনে হয় শ্রাবণের বারিধারা যেমন বৈশাখের ক্লান্তিকে ধুয়ে দেয়, তেমনি শিশুদের এই হাসি প্রায় এক মাস ধরে পালন করা রমযানের সব ক্লন্তিকে ধুয়ে দেয়। আর ঈদ যে কত খুশীর একটি দিন তা্ আমাদের মনে করিয়ে দেয়।“
প্রতিবারের ন্যায় এবারও ঈদে দুস্থ ও সুবিধাবঞ্চিত পথ শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলার মূল লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহন করা হয়। এনসিটিএফ কুষ্টিয়ার সদস্যরা নিজেদের ব্যাক্তিগত অর্থায়নে ঈদ বস্ত্র দুস্থ শিশুদের মাঝে বিতরণ করে। ঈদ বস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী, কুষ্টিয়া জেলা শাখার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মখলেছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলনে কুষ্টিয়া জেলা তথ্য অফিস এর সিনিয়র তথ্য অফিসার জনাব মো: তৌহিদ্দুজ্জামান। এ সময় তারা এনসিটিএফ কুষ্টিয়ার সকল সদস্যকে এ কর্মসূচী গ্রহন করার জন্য প্রশংসা করেন পরবর্তীতে শিশুদের জন্য আরো উন্নয়নমূলক কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন। এরপর তারা দুস্থ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক প্রদান করেন।
উল্লেখ্য ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) বাংলাদেশে জাতীয় পর্যায়ের বৃহত্তম একমাত্র শিশু সংগঠন। ২০০৩ সাল এ প্রতিষ্ঠিত সংগঠনটি বর্তমানে ৬৪ জেলা সহ বিভিন্ন থানা ও উপজেলায় শিশু অধিকার বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন এন.সি. টি.এফ কুষ্টিয়া জেলার সভাপতি আজমাইন মাহমুদ, সহ-সভাপতি লাইলা আদ্রিতা শবনম, সাধারণ সম্পাদক যুথিকা রানী দাস, যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার মুসাইদ, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, শিশু সাংবাদিক সুরাইয়া জান্নাত, শিশু গবেষক শাহারিয়ার রহমান ও জেরিন তাবাস্সুম এশা, উপদেষ্টা সাজিদ হাসান , রাব্বি , এবং জেলা ভলান্টিয়ার মো: শাকিল ইসলাম ও লাইলা আফিয়া আন্জুমান সহ আরো অনেকে ।

আজমাইন মাহমুদ শুভ্র
সভাপতি
কুষ্টিয়া এনসিটিএফ

এনসিটিএফ শেরপুর জেলা কমিটির ইফতার মাহফিল

গতকাল রোজ বৃহস্পতিবার এনসিটিএফ শেরপুর জেলা কমিটির উদ্যোগে জেলা শিশু একাডেমীতে এক ইফতার মাহফিলের আয়জন করা হয় ।উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এনসিটিএফ শেরপুর জেলার কার্যনির্বহী সদস্য, শেরপুর জেলার শিশু বিষয়ক কর্মকর্তা, এনসিটিএফ শেরপুর জেলা কমিটির উপদেষ্টা, শেরপুর জেলার বিভিন্ন সুনাম ধন্য স্কুলেরঅধ্যক্ষ, বিভিন্ন সাংবাদিক সহ সুশীল সমাজের বিভিন্ন লোক সবশেষে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়

রজত সাহা অন্তু
শিশু সাংবাদিক
এনসিটিএফ শেরপুর

ভোলা জেলা এনসিটিএফ এর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন ও ইফতার মাহফিল

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মানুষের জন্য একটি লক্ষ নিয়ে কাজ করছে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আর তাই  বিশ্বের কাছে বাংলাদেশ একটি  উন্নয়নশীল  দেশ হিসাবে প্রশংসিত। খুব শিগ্রই ক্ষুধামুক্ত একটি দেশ হিসাবে মাথা উচু করে দাড়াবে এদেশ।  বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকাল শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে ‘ন্যাশনাল চিল্ডেন টাক্সফোর্স’ (এনসিটিএফ) এর আয়োজনে ‘সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বন্ত্র’ বিতরনকালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ভোলায় বরিশাল-ভোলা  ব্রীজ নির্মান ও নদী ভাঙ্গন রোধের মাধ্যমেই একটি সমৃদ্ধশালী জেলায় রুপান্তিত হবে ভোলা। তখন দেশে-বিদেশী কোম্পানী বিনিয়োগ করবে, এতে কর্মসংস্থান হবে শিক্ষিক যুবক-যুবতীদের। তেঁতুলিয়া চ্যানেলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এখানে পোর্ট নির্মান করা হবে।

বানিজ্যমন্ত্রী সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাড়ানোর কথা জানিয়ে তাদের উদ্দেশ্যে বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকেই সমাজ গঠনের দায়িত্বভার গ্রহন করতে হবে। এ সময় তিনি ব্যাক্তিগত তহবিল থেকে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ৫০ হাজার টাকা দেয়ার ঘোষনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আ’লীগের সহ সভাপতি অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আদিবুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, এনসিটিএফ এর সাধারন সম্পাদক মো: সালমান ও সমন্বয়কারি আদিল হোসেন তপু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  ভোলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন ,ভোলা জেলা এনসিটিএফ সভাপতি ইব্রাহীম প্রমুখ ।

মন্ত্রী পরে অর্ধশতাধিক অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরন করেন।

গোপাল চন্দ্র দে,
শিশু সাংবাদিক ভোলা
তাং-0১-0৭-১৬

রাজবাড়ী জেলা এনসিটিএফ এর ঈদবস্ত্র বিতরন

রাজবাড়ী জেলা এনসিটিএফ এর ঈদ উপলক্ষে ঈদবস্ত্র বিতরন করে অফিসার্স ক্লাবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাষক জনাব জিনাত আরা মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির আব্দুল জব্বার নির্বাহী পরিচালক কেকেএস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলিমুর রেজা সভাপতিত্ব করেন দেবজ্যোতি নাগ, উপস্থিত ছিলেন  রাজবাড়ী জেলা এনসিটিএফ এর সকল সদস্য।

এনসিটিএফ ময়মনসিংহ এর উদ্যোগে শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন

২৯ই জুন রোজ বুধবার দুপুর ২ঘটিকায়  ঈদঊলফিতর উপলক্ষে ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্সএনসিটিএফ,ময়মনসিংহ বাংলাদেশ হেল্পিং স্টুডেন্ট এসোসিয়েশন,ময়মনসিংহ এর আয়োজনে চিল্ড্রেন হেভেন,ময়মনসিংহ এর কার্যালয়ে ৫১ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদসাধারন সম্পাদক,দেনিক সমকাল,তাছাড়া উক্ত অনুষ্টানে ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্সএনসিটিএফ,ময়মনসিংহ বাংলাদেশ হেল্পিং স্টুডেন্ট এসোসিয়েশন,ময়মনসিংহ এর সকল কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্টানের প্রধান অতিথি আবুল কালাম আজাদ শিশুদের ঈদ বস্ত্র দিয়ে অনুষ্টানের আরাম্ভ করেন এবং আমাদের এই আশাস্ব দেয় যে আমাদের পরবর্তী যেকোন উদ্যোগে আমাদের পাশে থাকবেন।

শামস আল জাফির,
সভাপতি,
এনসিটিএফ,ময়মনসিংহ।

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে খুলনা এনসিটিএফ এর ইফতার ও দোয়া মাহাফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে এনসিটিএফ খুলনার তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে নগরীর ছিন্নমূল শিশুদের সাথে   ইফতার দোয়া মাহাফিলেরর আয়োজন করে।  ২৮ জুন ২২ রমজান রোজ মঙ্গলবার  বাংলাদেশ শিশু একাডেমী খুলনায় ইফতার মাহাফিলের আয়োজন করা হয়।  মাহাফিলে অংশ নেন  এন সি টি এফ খুলনার বর্তমান সাবেক সদস্য, শুভাকাঙ্খী সহ প্রায় ৩০ জনএছাড়াও প্রায় অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত শিশু।   সুবিধা বঞ্চিতদের সাথে রোজার কষ্ট ভাগ করে নিতে মাহাফিলের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুল আলম ( জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খুলনা ) এনসিটিএফ খুলনার সভাপতি লিটন হাওলাদার তার বক্তব্যে বলেনএনসিটিএফ প্রতিষ্ঠা করা হয় শিশুদের অধিকার আদায়ের জন্য লক্ষ থেকেই এন সি টি এফ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে।   আমরা মূলত প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশসেভ দ্যা চিল্ডেন এবং শিশু একাডেমীর সহযোগীতায় যতদূর সম্ভব শিশুদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাবো, তারই ধারাবাহিকতার আমাদের ক্ষুদ্র প্রয়াস।অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন শামীম আহমেদ  (ওয়াই ভি, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ) , লায়লা আক্তার সিগ্ধা ( ডিভি খুলনা এনসিটিএফএবং জাহিদুল ইসলাম সুমনডিভি খুলনা এনসিটিএফ)