খুলনা এনসিটিএফ এর ব্যতিক্রমধর্মী উদ্দোগ (Exceptional initiatives of Khulna NCTF)
ব্যতিক্রমধর্মী কিছু করার ভাবনা থেকে ভলেন্টিয়ারিজম এবং লিডারশিপ বিষয়ক কর্মশালার আয়োজন করলো খুলনা এনসিটিএফ। অনুষ্ঠানটি বাংলাদেশ শিশু একাডেমী খুলনা প্রঙ্গনে অনুষ্ঠিত হয়। যেখানে ভলেন্টিয়ারিজম সম্পর্কে ধারন প্রদান করে সৌরভ সাহা এবং লিডারশিপ সম্পর্কে ধারন প্রদান করে দীপন দে। এছাড়াও কর্মশালাটিতে এনসিটিএফ এর কর্মকান্ড সম্পর্কে আলোচনা করা হয়। এনসিটিএফ এর কর্মকান্ড সম্পর্কে আলোচনা করে এইচ এম লিটন হাওলাদার ( সভাপতি, খুলনা এনসাটিএফ)। কর্মশালাটির উদ্বোধন করেন, জনাব আবুল আলম ( জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, খুলনা)। পুরোটাই নিজ উদ্দোগে ২০ জন শিশুকে ভলেন্টিয়ারিজম এবং লিডারশিপ সম্পর্কে ধারনা প্রদান করে খুলনা এনসিটিএফ।